‘বিশ্বসেরা হওয়ার প্রত্যাশা পূরণ করেছে বার্সেলোনা’
স্পোর্টস ডেস্ক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Feb 2019 11:26 AM BdST Updated: 28 Feb 2019 08:30 PM BdST
চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে তাদেরই মাঠে হারিয়ে কোপা দেল রের ফাইনালে পৌঁছে বার্সেলোনা নিজেদের বিশ্বসেরার মর্যাদা ধরে রেখেছে বলে মনে করেন দলটির ফরোয়ার্ড লুইস সুয়ারেস। অন্যদিকে সেরা ফুটবল খেলতে না পারলেও দলের বড় জয়ে খুশি কাতালান দলটির কোচ এরনেস্তো ভালভেরদে।
বুধবার সান্তিয়াগো বের্নাবেউয়ে কোপা দেল রের সেমি-ফাইনালের ফিরতি পর্বে ৩-০ গোলে জেতে প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়নরা। দুই লেগ মিলিয়ে ৪-১ ব্যবধানে এগিয়ে ফাইনালে ওঠে ভালভেরদের দল।
প্রতিযোগিতার গত চার আসরেই শিরোপা ঘরে তোলা বার্সেলোনা চলতি মৌসুমে বেশ কয়েকবার শক্ত লড়াইয়ের মুখে পড়েছে। শেষ আটের লড়াইয়ে সেভিয়ার মাঠে প্রথম লেগে ২-০ গোলে হারের পর ফিরতি পর্বে ৬-১ গোলে প্রতিপক্ষকে উড়িয়ে দেয় কাতালান দলটি। এর আগে শেষ ষোলোতেও লেভান্তের কাছে প্রথম লেগে হারতে হয় তাদের।
রিয়ালের মাঠেও প্রথমার্ধে ছন্দে ছিল না বার্সেলোনা। বিরতির আগে একটি শটও লক্ষ্যে রাখতে না পারা দলকে ৫০তম মিনিটে এগিয়ে নেন সুয়ারেস। রাফায়েল ভারানের আত্মঘাতী গোলে ব্যবধান দ্বিগুণ হওয়ার পর স্পট কিক থেকে দলের তৃতীয় গোলটিও করেন ৩২ বছর বয়সী সুয়ারেস।
কঠিন পরিস্থিতিতেও জয় তুলে নিতে পারার ক্ষমতাকে নিজেদের সামর্থ্যের প্রমাণ বলে মনে করেন সুয়ারেস।
“আপনাকে এই ক্লাবের বিশ্ব সেরার সুনামটা ধরে রাখতে হবে। আর সব মিলে আজ (বুধবার) রাতে সেটা আমরা করলাম।”
“দলটা কতটা ভালো তার আরেকটা প্রদর্শনী ছিল এটা। মানুষ বলেই চলেছে যে আমরা কাপকে (কোপা দেল রে) গুরুত্ব দেই না। কিন্তু আমরা দেখিয়েছি যে আমরা সবসময় প্রতিটা শিরোপাই জিততে চাই।”
“আমরা জানতাম যে বের্নাবেউয়ে আসাটা কঠিন হবে। কিন্তু আরেকটি ফাইনাল খেলার দারুণ সুযোগ আমাদের ছিল তা নিয়ে আমরা সচেতন ছিলাম।”
দলের জয়ে সন্তুষ্ট কোচ ভালভেরদে।
“এটা আমাদের দারুণ কোনো পারফরম্যান্স ছিল না, আমাদের সেটা মানতে হবে। কিন্তু খুব বেশি সুযোগ তৈরি না করেও আমরা তিনটি গোল করলাম।”
-
সেরা কোচের দুই স্বীকৃতি পেলেন ক্লপ
-
নিবেদন আর প্রেরণা দিয়ে ফাইনাল জেতা যাবে না: আনচেলত্তি
-
টিভিতে আজ
-
গ্র্যান্ড স্ল্যামে ফিরেই জোকোভিচের দারুণ জয়
-
মোহনবাগানের জয়ে স্বপ্নভঙ্গ কিংসের
-
শরনার্থীদের সাহায্যে নিলামে উঠবে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের বল
-
এখন এমবাপেকে নিয়ে কথা বলার সময় নয়: বেনজেমা
-
‘কাজ এখনও শেষ হয়নি’ রিয়াল ম্যাচের আগে সালাহ
সর্বাধিক পঠিত
- সমুদ্রে রাশিয়ার তেলবোঝাই কার্গোর সংখ্যায় রেকর্ড, নেই ক্রেতা
- নাম পদ্মা সেতুই হবে, উদ্বোধন ২৫ জুন
- ৫০০ ছুঁয়েও রেকর্ড গড়া হলো না মুশফিক-লিটন জুটির
- করুনারত্নের লড়াই, বাংলাদেশের শিকার ২ উইকেট
- অনেক আফসোসে দিনটা ভালো হলো না বাংলাদেশের
- ‘মেসি-নেইমারদের সঙ্গেই থাকতে চেয়েছি’
- পদ্মা সেতু: শরীয়তপুরবাসীর অপেক্ষা এখনই ফুরাচ্ছে না
- ‘ফাইনালে’ জিম্বাবুয়েকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস
- কুমিল্লা সিটি নির্বাচন: ‘বিদ্রোহী’ ইমরানকে বোঝাতে বৈঠকে বসছেন আওয়ামী লীগ নেতারা
- কুমিল্লার ‘বিদ্রোহী’ ইমরান ‘ছাড়ছেন’ ভোটের মাঠ