লুকাকুর জোড়া গোলে ম্যানচেস্টার ইউনাইটেডের জয়

ইংলিশ প্রিমিয়ার লিগের প্রথম পর্বে ম্যানচেস্টার ইউনাইটেডকে তাদেরই মাঠে রুখে দিয়েছিল ক্রিস্টাল প্যালেস। এবার দলটিকে তাদেরই মাঠে হারিয়ে মধুর প্রতিশোধ নিয়েছে উলে গুনার সুলশারের দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Feb 2019, 11:13 PM
Updated : 27 Feb 2019, 11:42 PM

বুধবার রাতে ম্যাচটি ৩-১ গোলে জেতে ইউনাইটেড। গত নভেম্বরে ওল্ড ট্র্যাফোর্ডে দুদলের মধ্যে ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল।

ম্যাচের শুরু থেকে অধিকাংশ সময় বল দখলে রাখা ইউনাইটেড অষ্টম মিনিটে এগিয়ে যেতে পারতো। কিন্তু ডি-বক্সে ফাঁকায় বল পেয়ে উড়িয়ে মারেন লুকাকু। তিন মিনিট পর কাছ থেকে উড়িয়ে মেরে সহজ সুযোগ নষ্ট করেন স্বাগতিকদের ইংলিশ মিডফিল্ডার অ্যান্ড্রোস টাউনসেন্ড।

৩৩তম গোলের অপেক্ষা শেষ ইউনাইটেডের। বাঁ দিক দিয়ে দ্রুত গতিতে আক্রমণে ওঠা লুক শ ডি-বক্সে ঢুকে ছোট পাস দেন লুকাকুকে। আর ডান পায়ের শটে বল লক্ষ্যে পাঠান বেলজিয়ান ফরোয়ার্ড।

৫২তম মিনিটে সেটপিস থেকে ব্যবধান দ্বিগুণ করে অতিথিরা। কর্নার থেকে উড়ে আসা বল প্যালেস বিপদমুক্ত করতে ব্যর্থ হলে পেয়ে যান লুকাকু। গোলরক্ষকের উপর দিয়ে মৌসুমে নিজের দশম গোলটি করেন তিনি।

৬৬তম মিনিটে ইংলিশ ডিফেন্ডার জোয়েল ওয়ার্ড ব্যবধান কমিয়ে লড়াইয়ে ফেরার আভাস দিয়েছিলেন। তবে ৮৩তম মিনিটে অধিনায়ক পল পগবার পাস পেয়ে স্কোরলাইন ৩-১ করেন ইউনাইটেডের ইংলিশ ডিফেন্ডার অ্যাশলি ইয়ং।

২৮ ম্যাচে ১৬ জয় ও সাত ড্রয়ে ৫৫ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড।

দিনের অন্য ম্যাচে ওয়াটফোর্ডকে ৫-০ গোলে উড়িয়ে দেওয়া লিভারপুল ৬৯ পয়েন্ট নিয়ে ধরে রেখেছে শীর্ষস্থান। সের্হিও আগুয়েরোর একমাত্র গোলে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে হারানো ম্যানচেস্টার সিটি ৬৮ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে।

চেলসির মাঠে ২-০ গোলে হারা টটেনহ্যাম হটস্পার ৬০ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে।

এএফসি বোর্নমাউথকে ৫-১ গোলে হারানো আর্সেনাল ৫৬ পয়েন্ট নিয়ে আছে চার নম্বরে। ষষ্ঠ স্থানে থাকা চেলসির পয়েন্ট ২৭ ম্যাচে ৫৩।