দি মারিয়ার জোড়া গোলে সেমিতে পিএসজি
স্পোর্টস ডেস্ক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Feb 2019 04:01 AM BdST Updated: 27 Feb 2019 04:28 AM BdST
আনহেল দি মারিয়ার জোড়া গোলে দিজোঁকে হারিয়ে ফরাসি কাপের সেমি-ফাইনালে উঠেছে পিএসজি।
ঘরের মাঠে মঙ্গলবার রাতে শেষ আটে ৩-০ গোলে জেতে প্যারিসের ক্লাবটি। স্বাগতিকদের তৃতীয় গোলটি করেন তমা মুনিয়ে।
চোটের কারণে নেইমার ও এদিনসন কাভানি অনেক দিন ধরে দলের বাইরে। আক্রমণভাগের আরেক তারকা কিলিয়ান এমবাপেকেও বেঞ্চে রেখে একাদশ সাজান কোচ টমাস টুখেল। তাতে অবশ্য লিগ ওয়ানের অবনমন অঞ্চলের দলের বিপক্ষে জয় নিয়ে মোটেও ভাবনায় পড়তে হয়নি পিএসজিকে।

২৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করা গোলের উৎসও জামান মিডফিল্ডার ড্রাক্সলার। তার পাস ধরে ডি-বক্সে ঢুকে আগুয়ান গোলরক্ষককে ফাঁকি দিয়ে ডান দিকে সতীর্থ ফরোয়ার্ড এরিক মাক্সিম চুপো-মোটিংয়ের উদ্দেশে বল বাড়ান দি মারিয়া। কিন্তু মাঝপথে ঠেকিয়ে দেন এক ডিফেন্ডার। আলগা বল পেয়ে দুরূহ কোণ থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন দি মারিয়া। মৌসুমে এটি তার নবম গোল।
ডান দিক দিয়ে ওঠা আক্রমণে ৭৬তম মিনিটে ব্যবধান বাড়ায় পিএসজি। ডি-বক্সে এক জনকে কাটিয়ে কাটব্যাক করেন মোটিং। আর বাঁ পায়ের শটে কাছের পোস্ট দিয়ে গোলরক্ষককে পরাস্ত করেন বেলজিয়ান ডিফেন্ডার মুনিয়ে।
-
ফাইনালের একাদশ ঠিক করে ফেলেছেন আনচেলত্তি
-
টিভিতে আজ
-
পেশাদার বক্সিং: নেপালের ভারতকে হারিয়ে সেরা বাংলাদেশের আল আমিন
-
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছে বার্সেলোনা
-
কাবরেরার ‘কনসেপ্ট’ একই, ‘টেকনিক’ ভিন্ন
-
বেনজেমা ফেরায় জায়গা হলো না জিরুদের
-
কাতার বিশ্বকাপে থাকছে নারী রেফারি
-
প্রস্তুতি ম্যাচে ইন্দোনেশিয়াকে হারাল বাংলাদেশ হকি দল
সর্বাধিক পঠিত
- ‘পোশাকে আপত্তি তুলে’ তরুণী লাঞ্ছিত নরসিংদী স্টেশনে
- তাইজুলের দারুণ লড়াইয়ের পরও ড্র চট্টগ্রাম টেস্ট
- ‘দল আমার কাছে অনেক কিছু চায়, আমাকে মূল্যবান মনে করে’
- ভূমি সংস্কারে নতুন আইন, জমি রাখা যাবে ৬০ বিঘা
- একুশের গানের রচয়িতা আবদুল গাফফার চৌধুরীর চিরবিদায়
- কুমিল্লার সাক্কুকে বিএনপি থেকে ‘চিরতরে’ বহিষ্কার
- উল্টে যাওয়া কভার্ডভ্যান সরাতে ৬ ঘণ্টা, ব্যাপক যানজট
- ভুল করে ইরাক আক্রমণকে ‘অযৌক্তিক’ বললেন জর্জ বুশ
- ‘ম্যান সিটির বিপক্ষে ফেরা ছিল সবচেয়ে কঠিন, পিএসজি ম্যাচ ছিল সবচেয়ে মজার’
- বেনজেমা ফেরায় জায়গা হলো না জিরুদের