বিশ্বকাপ শুটিংয়ে ৩১তম বাকি

দিল্লিতে বিশ্বকাপ শুটিংয়ে ভালো পারেননি আব্দুল্লাহ হেল বাকি। ১০ মিটার এয়ার রাইফেলের বাছাইয়ে ৯৫ প্রতিযোগীর মধ্যে ৩১তম হয়েছেন বাংলাদেশের এই শুটার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Feb 2019, 11:19 AM
Updated : 25 Feb 2019, 11:19 AM

ভারতের দিল্লিতে আইএসএসএফ বিশ্বকাপের (রাইফেল ও পিস্তল) ১০ মিটার এয়ার রাইফেলে সোমবার ৬২৪ দশমিক ৭ স্কোর করেন বাকি। ২০১৬ সালে জার্মানির মিউনিখের প্রতিযোগিতায় ৬২৪ দশমিক ৮ ছিল তার আগের সেরা স্কোর।

বাছাই পেরিয়ে পদকের লড়াইয়ে ওঠা আট প্রতিযোগীর মধ্যে সর্বশেষ জনের স্কোর ৬২৮ দশমিক ৪।

এ ইভেন্টে বাংলাদেশের অন্য দুই শুটার রবিউল ইসলাম ৬১৮ দশমিক ৯ স্কোর গড়ে ৭৩তম ও অর্নব সারার ৬০৯ স্কোর গড়ে ৮৮তম হয়েছেন।

আগেরদিন ১০ মিটার এয়ার পিস্তলে হতাশ করেন গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসের ৫০ মিটার পিস্তলে রুপা জেতা শাকিল আহমেদ। ৫৭০ স্কোর গড়ে ৭৬ প্রতিযোগীর মধ্যে ৪৫তম হন তিনি।

এ ইভেন্টের পদকের লড়াইয়ে ওঠা আট প্রতিযোগীর মধ্যে সর্বশেষ জনের স্কোর ৫৮৩।

১০ মিটার এয়ার পিস্তলে বাংলাদেশের অন্য দুই প্রতিযোগী আলিফ নুর ৫৬৫ স্কোর গড়ে ৬২তম ও আব্দুর রাজ্জাক ৫৬৪ স্কোর গড়ে ৬৪তম হয়েছেন।