বিশ্বকাপ শুটিংয়ে ৩১তম বাকি
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Feb 2019 05:19 PM BdST Updated: 25 Feb 2019 05:19 PM BdST
দিল্লিতে বিশ্বকাপ শুটিংয়ে ভালো পারেননি আব্দুল্লাহ হেল বাকি। ১০ মিটার এয়ার রাইফেলের বাছাইয়ে ৯৫ প্রতিযোগীর মধ্যে ৩১তম হয়েছেন বাংলাদেশের এই শুটার।
ভারতের দিল্লিতে আইএসএসএফ বিশ্বকাপের (রাইফেল ও পিস্তল) ১০ মিটার এয়ার রাইফেলে সোমবার ৬২৪ দশমিক ৭ স্কোর করেন বাকি। ২০১৬ সালে জার্মানির মিউনিখের প্রতিযোগিতায় ৬২৪ দশমিক ৮ ছিল তার আগের সেরা স্কোর।
বাছাই পেরিয়ে পদকের লড়াইয়ে ওঠা আট প্রতিযোগীর মধ্যে সর্বশেষ জনের স্কোর ৬২৮ দশমিক ৪।
এ ইভেন্টে বাংলাদেশের অন্য দুই শুটার রবিউল ইসলাম ৬১৮ দশমিক ৯ স্কোর গড়ে ৭৩তম ও অর্নব সারার ৬০৯ স্কোর গড়ে ৮৮তম হয়েছেন।
আগেরদিন ১০ মিটার এয়ার পিস্তলে হতাশ করেন গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসের ৫০ মিটার পিস্তলে রুপা জেতা শাকিল আহমেদ। ৫৭০ স্কোর গড়ে ৭৬ প্রতিযোগীর মধ্যে ৪৫তম হন তিনি।
এ ইভেন্টের পদকের লড়াইয়ে ওঠা আট প্রতিযোগীর মধ্যে সর্বশেষ জনের স্কোর ৫৮৩।
১০ মিটার এয়ার পিস্তলে বাংলাদেশের অন্য দুই প্রতিযোগী আলিফ নুর ৫৬৫ স্কোর গড়ে ৬২তম ও আব্দুর রাজ্জাক ৫৬৪ স্কোর গড়ে ৬৪তম হয়েছেন।
-
ফাইনালের একাদশ ঠিক করে ফেলেছেন আনচেলত্তি
-
পেশাদার বক্সিং: নেপালের ভারতকে হারিয়ে সেরা বাংলাদেশের আল আমিন
-
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছে বার্সেলোনা
-
কাবরেরার ‘কনসেপ্ট’ একই, ‘টেকনিক’ ভিন্ন
-
বেনজেমা ফেরায় জায়গা হলো না জিরুদের
-
কাতার বিশ্বকাপে থাকছে নারী রেফারি
-
প্রস্তুতি ম্যাচে ইন্দোনেশিয়াকে হারাল বাংলাদেশ হকি দল
-
অস্ট্রেলিয়াকে উড়িয়ে কোরিয়ার কাছে হারল বাংলাদেশ
সর্বাধিক পঠিত
- তাইজুলের দারুণ লড়াইয়ের পরও ড্র চট্টগ্রাম টেস্ট
- ‘বাংলাদেশে আসলে অভিজ্ঞতার দাম নেই’
- ‘দল আমার কাছে অনেক কিছু চায়, আমাকে মূল্যবান মনে করে’
- ‘পোশাকে আপত্তি তুলে’ তরুণী লাঞ্ছিত নরসিংদী স্টেশনে
- ডলারের তেজ খানিকটা কমল
- একুশের গানের রচয়িতা আবদুল গাফফার চৌধুরীর চিরবিদায়
- ‘সালিশে ক্ষুব্ধ’: চেয়ারম্যানের ছেলেকে ‘হত্যার পর আত্মহত্যা’
- উল্টে যাওয়া কভার্ডভ্যান সরাতে ৬ ঘণ্টা, ব্যাপক যানজট
- শেষের নাটকীয়তায় হেরে কলকাতার বিদায়
- কুমিল্লার সাক্কুকে বিএনপি থেকে ‘চিরতরে’ বহিষ্কার