রিয়ালে ‘যাচ্ছেন না’ নেইমার

পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে নাম লেখাতে পারেন নেইমার- এমন গুঞ্জন উড়িয়ে দিয়েছেন ব্রাজিলিয়ান তারকার বাবা ও এজেন্ট নেইমার সিনিয়র।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Feb 2019, 08:59 AM
Updated : 25 Feb 2019, 08:59 AM

২০১৭ সালের অগাস্টে রেকর্ড ২২ কোটি ২০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে পাড়ি জমান নেইমার। বেশ কিছু সংবাদ মাধ্যমের সাম্প্রতিক খবর অনুযায়ী, লা লিগায় ফিরতে চান ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ড। গন্তব্য হিসেবে আলোচনায় এসেছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার নাম।

ব্রাজিলের এক টেলিভিশন অনুষ্ঠানে ছেলের মাদ্রিদে যাওয়ার সম্ভাবনা নাকচ করে দেন নেইমার সিনিয়র। লিওনেল মেসির ছায়া থেকে সরতে নেইমার বার্সেলোনা ছেড়েছিলেন তাও মানতে রাজি নন তিনি।

“মেসির ছায়া থেকে বেরিয়ে আসার ব্যাপার ছিল না। এটা ছিল খুব জটিল একটা অবস্থা। একটা লিগকে জনপ্রিয় করতে আমাদের কাছে সাহায্য চাওয়া হয়েছিল।... এটা শুধু নেইমারের উচ্চাকাঙ্ক্ষা থেকে অনেক বড় বিষয়।”

নেইমারের বিশ্বসেরা খেলোয়াড় হওয়ার লক্ষ্য নিয়েও কথা বলেন তার বাবা।

“বিশ্বসেরা হওয়াকে কখনোই আমি আমার ছেলের লক্ষ্য মনে করিনি।”

“আমি মনে করি, সেও এমন লক্ষ্য ঠিক করেনি, কিন্তু বড় ক্লাবের হয়ে সে সেরা লিগগুলোতে খেলতে চায়, আর আমি নিশ্চিত যে তার উচ্চাকাঙ্ক্ষা আছে।”