সব প্রতিযোগিতায় শিরোপার জন্য লড়তে চান আগুয়েরো

চেলসিকে হারিয়ে ইংলিশ লিগ কাপ জয়ের পর অন্য সব প্রতিযোগিতাতেও শিরোপার জন্য লড়তে চান বলে জানিয়েছেন ম্যানচেস্টার সিটির আর্জেন্টাইন ফরোয়ার্ড সের্হিও আগুয়েরো।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Feb 2019, 07:37 AM
Updated : 25 Feb 2019, 07:37 AM

রোববার লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে টাইব্রেকারে ৪-৩ গোলে জিতে সিটি। নির্ধারিত ও অতিরিক্ত সময়ে গোলশূন্য থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। প্রতিযোগিতায় এটি তাদের সব মিলে ষষ্ঠ শিরোপা। ম্যাচের পর ইএসপিএনকে নিজেদের লক্ষ্যের কথা জানান আগুয়েরো।

“সব প্রতিযোগিতায় লড়তে আমরা এখানে আছি। অবশ্যই চ্যাম্পিয়ন্স লিগ সহজ নয়। কিন্তু যত দূর যাওয়া সম্ভব তত দূর যেতে আমরা চেষ্টা করব।... আর যেমনটা আমি বলেছিলাম, আমরা সব শিরোপার জন্য লড়ব।”

ফাইনালে চেলসির জালে একবার বল পাঠিয়েছিলেন আগুয়েরো। কিন্তু অফসাইডের কারণে ভিএআরের সাহায্য নিয়ে গোল দেননি রেফারি।

“কয়েক মিলিমিটার পার্থক্য ছিল, এজন্যই ভিএআর প্রযুক্তি আছে।”

ফাইনালে গোল না পেলেও দারুণ ছন্দে আছেন ৩০ বছর বয়সী আগুয়েরো। সব প্রতিযোগিতা মিলে নিজের শেষ ১২ ম্যাচে দুই হ্যাটট্রিকসহ করেছেন ১২ গোল। তবে ব্যক্তি সাফল্যের চেয়ে দলকে এগিয়ে রাখছেন তিনি।

“আমি ভালো ছন্দে আছি। কিন্তু যেমনটা আমি বলি, আমার প্রথম চিন্তা থাকে ক্লাবের জন্য আমি কি করতে পারি। আর এই মুহূর্তে আমি ক্লাব নিয়ে ভাবছি।”