মোহামেডানের কাছে পয়েন্ট হারাল শেখ জামাল
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Feb 2019 08:06 PM BdST Updated: 22 Feb 2019 08:06 PM BdST
আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ার পর সলোমন কিংয়ের গোলে মোহামেডান স্পোর্টিংয়ের সঙ্গে ড্র করেছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুক্রবার দুই দলের ম্যাচটি ১-১ সমতায় শেষ হয়। চলতি লিগে এ নিয়ে টানা দুই ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করল দুই দলই।
ম্যাচের ২৪তম মিনিটে অনিক ঘোষের ক্রস হেডে বিপদমুক্ত করতে গিয়ে মনির হোসেন নিজেদের জালে জড়িয়ে দিলে এগিয়ে যায় মোহামেডান।
৩৭তম মিনিটে শেখ জামালের সমতায় ফেরার ভালো একটি সুযোগ নষ্ট হয়। গাম্বিয়ার ফরোয়ার্ড সেইনি বোজাং গোলরক্ষককে একা পেয়েও পোস্টের বাইরে দিয়ে উড়িয়ে মারেন।
৬৪তম মিনিটে সমতার স্বস্তি ফেরে ২০১৫ সালের চ্যাম্পিয়নদের শিবিরে। ডি-বক্সের বাইরে থেকে গাম্বিয়ার ফরোয়ার্ড কিংয়ের শট চোখের পলকে জালে জড়ায়।
ম্যাচের বাকিটা সময় এগিয়ে যাওয়ার দুটি সুযোগ নষ্ট করে শেখ জামাল। ৭৬তম মিনিটে বোজাংয়ের ক্রসে পেরেস ঠিকঠাক হেড নিতে পারেনি। এরপর দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে আর্জেন্টিনার এই ফরোয়ার্ডের হেড ক্রসবারের ওপর দিয়ে যায়।
আট ম্যাচে ৩টি করে জয় ও ড্রয়ে ১২ পয়েন্ট শেখ জামালের। সাত ম্যাচে এক জয় ও দুই ড্রয়ে ৭ পয়েন্ট মোহামেডানের।
-
মানের জীবনবোধ: প্রাসাদ-বিলাসবহুল গাড়ি কী কাজে আসবে?
-
তিনবার পোস্ট পথ আগলে দাঁড়ালেও জিতল মোহামেডান
-
‘ভাগ্যের জোরে পিএসজি-চেলসি-সিটিকে হারিয়েছে রিয়াল’
-
মারিয়া-কৃষ্ণাদের তৃপ্তি-অতৃপ্তি
-
টিভিতে আজ
-
১৭টি কর্নার পেয়েও কাজে লাগাতে না পারার আক্ষেপ ছোটনের
-
‘সুযোগ কাজে লাগিয়ে’ দিবালাকে ইন্টারে চান মিলিতো
-
দ্বিতীয় ম্যাচে ড্র করে সিরিজ জিতল বাংলাদেশ
সর্বাধিক পঠিত
- পদ্মা সেতুতে দুর্ঘটনা এবং পুলিশের ছিটমহলের গল্প
- হজে গিয়ে ভিক্ষা, বাংলাদেশি গ্রেপ্তার
- পদ্মা সেতুর নাটবল্টু খুলে ‘টিকটক’: সেই যুবক গ্রেপ্তার
- পদ্মা সেতুতে বাইক দুর্ঘটনায় ঝরল দুই প্রাণ
- পদ্মা সেতুতে মোটর বাইক ওঠা নিষিদ্ধ হল
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- ধানের শীষ নিয়ে জেতা সুলতান মনসুরের কাছে বিএনপি এখন ‘নো পার্টি’
- শারীরিক সম্পর্কও যখন ক্লান্তিকর
- ‘বাঁশের সাঁকোতে উঠে পদ্মা সেতু নিয়ে ব্যঙ্গ’, ২ যুবককে পিটুনি