পুনর্বাসনের জন্য ব্রাজিলে যাচ্ছেন নেইমার

পিএসজির চিকিৎসকদের তত্ত্বাবধানে পায়ের চোটের চিকিৎসা চালিয়ে নিতে দশ দিনের জন্য দেশে ফিরছেন ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Feb 2019, 11:59 AM
Updated : 21 Feb 2019, 11:59 AM

বৃহস্পতিবার ক্লাবের ওয়েবসাইটে এক বিবৃতিতে এ তথ্য জানায় পিএসজি। বিবৃতিতে বলা হয়, পুনর্বাসন প্রক্রিয়ার শুরু থেকে নেইমার যে সংকল্প দেখিয়েছেন তার প্রতি পুরো সমর্থন রয়েছে ক্লাবের।

গত মাসে ফরাসি কাপে স্ত্রাসবুরের বিপক্ষে ডান পায়ের পাতার মেটাটারসালে আঘাত পান ২৭ বছর বয়সী এই ফুটবলার। বিশেষজ্ঞ ডাক্তারদের নিয়ে গঠন করা বোর্ড নেইমারের মাঠে ফিরতে প্রায় আড়াই মাসের মতো সময় লাগবে বলে জানায়।

এরপর থেকে প্যারিস ও বার্সেলোনাতে চলছিল নেইমারের চিকিৎসা। বৃহস্পতিবার দেশে ফিরছেন বিশ্বের সবচেয়ে দামি এই ফুটবলার।