সুয়ারেসের গোল খরা নিয়ে চিন্তিত নন বার্সা কোচ
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Feb 2019 11:17 AM BdST Updated: 20 Feb 2019 11:17 AM BdST
চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে পাঁচ ম্যাচ খেলে এখনও গোলের খাতা খুলতে পারেননি বার্সেলোনার ফরোয়ার্ড লুইস সুয়ারেস। অবশ্য আক্রমণভাগের অন্যতম বড় ভরসার এমন গোল খরায় চিন্তিত নন কোচ এরনেস্তো ভালভেরদে।
মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে ফরাসি ক্লাব অলিম্পিক লিওঁর মাঠে গোলশূন্য ড্র করে লা লিগার চ্যাম্পিয়নরা। পুরো ম্যাচে প্রতিপক্ষের জালে ২৫টি শট নিয়েও গোলের দেখা পায়নি ভালভেরদের দল। সহজ কিছু সুযোগ হাতছাড়া করেন সুয়ারেসও।
নিজের শেষ ১৭টি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে মাত্র একটি গোল করেছেন উরুগুয়ের এই ফুটবলার। ২০১৫ সালের পর থেকে প্রতিযোগিতায় প্রতিপক্ষের মাঠে আর জালের দেখা পাননি তিনি।
চলতি মৌসুমে মোট ১৬ গোল করা সুয়ারেস সব প্রতিযোগিতা মিলে শেষ পাঁচ ম্যাচে কোনো গোল করতে পারেননি। শেষ দশ ম্যাচে করেছেন দুই গোল। ৩২ বছর বয়সী এই স্ট্রাইকারের এমন পারফরম্যান্সে উদ্বিগ্ন নন ভালভেরদে।
“এটা আমাকে চিন্তিত করে না, একজন স্ট্রাইকারের কাছে যে চাওয়া থাকে সেই গোলের সুযোগ যদি সে না পেত তবে সেটা আমাকে চিন্তায় ফেলত।”
“আর এমনকি যখন তার গোলের সুযোগ থাকে না, সে সতীর্থদের জন্য সুযোগ তৈরি করে। প্রতিপক্ষরা তাকে নিয়ে ভয়ে থাকে।… সবচেয়ে ভালো ব্যাপার সে গোলের সুযোগ পাচ্ছে।”
আগামী ১৩ মার্চে শেষ ষোলোর ফিরতি লেগে নিজেদের মাঠ কাম্প নউয়ে লিওঁর মুখোমুখি হবে বার্সেলোনা।
-
ফাইনালের একাদশ ঠিক করে ফেলেছেন আনচেলত্তি
-
পেশাদার বক্সিং: নেপালের ভারতকে হারিয়ে সেরা বাংলাদেশের আল আমিন
-
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছে বার্সেলোনা
-
কাবরেরার ‘কনসেপ্ট’ একই, ‘টেকনিক’ ভিন্ন
-
বেনজেমা ফেরায় জায়গা হলো না জিরুদের
-
কাতার বিশ্বকাপে থাকছে নারী রেফারি
-
প্রস্তুতি ম্যাচে ইন্দোনেশিয়াকে হারাল বাংলাদেশ হকি দল
-
অস্ট্রেলিয়াকে উড়িয়ে কোরিয়ার কাছে হারল বাংলাদেশ
সর্বাধিক পঠিত
- তাইজুলের দারুণ লড়াইয়ের পরও ড্র চট্টগ্রাম টেস্ট
- ‘পোশাকে আপত্তি তুলে’ তরুণী লাঞ্ছিত নরসিংদী স্টেশনে
- ‘বাংলাদেশে আসলে অভিজ্ঞতার দাম নেই’
- ‘দল আমার কাছে অনেক কিছু চায়, আমাকে মূল্যবান মনে করে’
- ডলারের তেজ খানিকটা কমল
- একুশের গানের রচয়িতা আবদুল গাফফার চৌধুরীর চিরবিদায়
- ‘সালিশে ক্ষুব্ধ’: চেয়ারম্যানের ছেলেকে ‘হত্যার পর আত্মহত্যা’
- উল্টে যাওয়া কভার্ডভ্যান সরাতে ৬ ঘণ্টা, ব্যাপক যানজট
- শেষের নাটকীয়তায় হেরে কলকাতার বিদায়
- কুমিল্লার সাক্কুকে বিএনপি থেকে ‘চিরতরে’ বহিষ্কার