চট্টগ্রাম আবাহনীর সঙ্গে মোহামেডানের ড্র
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Feb 2019 06:18 PM BdST Updated: 18 Feb 2019 06:42 PM BdST
চট্টগ্রাম আবাহনীর সঙ্গে ড্র করে টানা চার ম্যাচ হারের পর পয়েন্ট পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সোমবার দুই দলের ম্যাচটি গোলশূন্য ড্র হয়।
গোলশূন্য প্রথমার্ধে দুই দলের খেলায় ছিল না আক্রমণের ধার। আগের ম্যাচে শেখ রাসেল ক্রীড়া চক্রের কাছে হেরে আসা চট্টগ্রাম আবাহনী ৪৩তম মিনিটে এগিয়ে যাওয়ার ভালো একটি সুযোগ পায়। ডি-বক্সের বাইরে থেকে মোনায়েম খান রাজুর ফ্রি কিক ফিস্ট করে ফেরান মোহামেডানের গোলরক্ষক সারোয়ার জাহান।
দ্বিতীয়ার্ধেও দুই দলের খেলায় গতি ফেরেনি। শেষ দিকে চট্টগ্রাম আবাহনী আক্রমণের ধার বাড়ায়; কিন্তু কাঙিক্ষত গোল মেলেনি। ৭০তম মিনিটে দলটির মিডফিল্ডার নাইমুর রহমান শাহেদের ফ্রি-কিক অনেকটা লাফিয়ে হেডে ফেরান এনকোচা কিংসলে। ফিরতি বলে মোমোদু বাহর শট লক্ষ্যভ্রষ্ট হয়।
ছয় ম্যাচে একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট মোহামেডানের। সাত ম্যাচে দুই জয় ও তিন ড্রয়ে ৯ পয়েন্ট চট্টগ্রাম আবাহনীর।
সোমবার অন্য ম্যাচে ময়মনসিংহের শহীদ রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে পল এমিলের একমাত্র গোলে নোফেল স্পোর্টিংকে হারায় আরামবাগ ক্রীড়া সংঘ। সাত ম্যাচে চার জয়ে ১২ পয়েন্ট দলটির।
সর্বাধিক পঠিত
- বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার পর ম্যাচ পরিত্যক্ত
- নতুন চেহারার উইন্ডিজের সামনে আত্ম অনুসন্ধানী বাংলাদেশ
- ওভারে ৩৫ রান দিয়ে ব্রডের বিশ্ব রেকর্ড
- দোরাইস্বামী যাচ্ছেন, আসছেন সুধাকর
- টিভি সূচি (শনিবার, ০২ জুলাই ২০২২)
- মুকুল বোস মারা গেছেন
- অসুস্থ ছিলাম, দলের কেউ খোঁজ নেয়নি: রওশন
- শিক্ষক হত্যা: জিতুর ‘বান্ধবী’ও বহিষ্কৃত, স্কুল খুললেও উপস্থিতি কম
- ভাড়া কমল বরিশাল-ঢাকা নৌপথে
- দ্রুততম সেঞ্চুরিতে ধোনির রেকর্ড ভাঙলেন পান্ত