‘নেইমারকে ছাড়াই চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পৌঁছাতে পারে পিএসজি’

তারকা ফরোয়ার্ড নেইমারকে ছাড়াই পিএসজি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলার সামর্থ্য রাখে বলে মনে করেন ব্রাজিলের বিশ্বকাপ জয়ী অধিনায়ক কাফু।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Feb 2019, 10:06 AM
Updated : 18 Feb 2019, 10:06 AM

গত মাসে ডান পায়ের পঞ্চম মেটাটারসালে চোট পেয়ে প্রায় আড়াই মাসের জন্য মাঠের বাইরে ছিটকে যাওয়ায় ওল্ড ট্র্যাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে খেলতে পারেননি ব্রাজিল অধিনায়ক নেইমার। ঊরুর চোটে ছিলেন না আরেক ফরোয়ার্ড এদিনসন কাভানিও। দলের দুই গুরুত্বপূর্ণ সদস্যের অনুপস্থিতিতে প্রতিপক্ষের মাঠে ২-০ গোলের দাপুটে জয় তুলে নিয়ে শেষ আটের পথে এগিয়ে গেছে পিএসজি।

২০০৬-০৭ মৌসুমে এসি মিলানের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতা কাফুর মতে, নেইমারকে ছাড়াই প্রতিযোগিতায় নিজেদের সামর্থ্য প্রমাণ করেছে ফরাসি চ্যাম্পিয়নরা।

“দলের সেরা তারকাকে হারাক বা নাই হারাক, চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে যে ১৬টা দল লড়াই করছে, তাদের প্রত্যেকের শিরোপা জয়ের সম্ভাবনা আছে।”

“অবশ্যই পিএসজি নেইমারের অভাব বোধ করবে। কিন্তু আপনি যদি প্রতিপক্ষের মাঠে পিএসজির প্রথম ম্যাচটা দেখেন, যে অর্জন তারা করল, তাতে আপনি পিএসজির ফাইনালে পৌঁছানোর একটা সম্ভাবনা দেখবেন।”

আগামী ৬ মার্চ শেষ ষোলোর ফিরতি পর্বে ঘরের মাঠে ইউনাইটেডের বিপক্ষে খেলবে পিএসজি।