নিজের রেকর্ডের চেয়ে দলের সাফল্যকে এগিয়ে রাখছেন এমবাপে

লিগ ওয়ানে সাঁত এতিয়েনের বিপক্ষে গোল করে দারুণ এক রেকর্ড গড়া পিএসজির ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে নিজের কীর্তির চেয়ে দলীয় সাফল্যকে এগিয়ে রাখছেন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Feb 2019, 08:58 AM
Updated : 18 Feb 2019, 08:58 AM

প্রতিপক্ষের মাঠে রোববার ১-০ গোলে জেতে পিএসজি। ৭৩তম মিনিটে দারুণ এক ভলিতে জয়সূচক গোলটি করেন ২০ বছর বয়সী এমবাপে। বিশ্বকাপজয়ী এই ফরোয়ার্ড আসরে এই নিয়ে সর্বোচ্চ ১৯ গোল করলেন। 

গত ৪৫ বছরে প্রথম ফরাসি খেলোয়াড় হিসেবে লিগ ওয়ানের এক মৌসুমে নিজের প্রথম ১৮ ম্যাচে ১৯ গোল করেছেন এমবাপে। চলতি মৌসুমে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে পেনাল্টি থেকে কোনো গোল করেননি এমন খেলোয়াড়দের মধ্যে তার ১৯ গোলই সর্বোচ্চ। অবশ্য নিজের সাফল্যের চেয়ে দলকে এগিয়ে রাখছেন এমবাপে।

“নিজেদের মাঠে দারুণ এমন একটা দলের বিপক্ষে আমরা খেললাম।”

“খুব কম দলই এখানে জিততে আসবে, আমরা সেটা করলাম। আমরা খুশি। আর পুরো তিন পয়েন্ট নিয়েই আমরা ফিরছি।”

“আমাদের অবশ্যই জয়ের ধারা ধরে রাখতে হবে এবং লক্ষ্যটা যত সম্ভব উঁচুতে রাখতে হবে। আমার পরিসংখ্যান ভালো, কিন্তু দলেরটা আরও ভালো।”

২৩ ম্যাচে ২০ জয় ও দুই ড্রয়ে লিগের পয়েন্ট তালিকার শীর্ষে থাকা পিএসজির পয়েন্ট ৬২। ১২ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে ২৫ ম্যাচ খেলা লিল। তিন নম্বরে থাকা লিওঁর পয়েন্ট ৪৬।