লা লিগায় শিরোপা দৌড়ের শেষ দেখছেন না রিয়াল কোচ

ঘরের মাঠে জিরোনার কাছে অপ্রত্যাশিত হারে লা লিগায় শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে ৯ পয়েন্ট পিছিয়ে পড়েছে রিয়াল মাদ্রিদ। তবে এতে শিরোপা দৌড়ের শেষ দেখছেন না দলটির কোচ সান্তিয়াগো সোলারি। মৌসুমের বাকিটা সময়ে শিরোপার জন্য লড়াই চালিয়ে যাবেন বলে জানিয়েছেন এই আর্জেন্টাইন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Feb 2019, 03:53 PM
Updated : 17 Feb 2019, 10:21 PM

সান্তিয়াগো বের্নাবেউয়ে রোববার ২-১ গোলে হারে প্রতিযোগিতার সফলতম দলটি।

চলতি আসরে রিয়ালের সপ্তম হার এটি। আগামী ২ মার্চ লা লিগায় চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার মুখোমুখি হবে তারা। এর আগে ২৭ ফেব্রুয়ারি সান্তিয়াগো বের্নাবেউয়ে কোপা দেল রের সেমি-ফাইনালের ফিরতি লেগেও রিয়ালের প্রতিপক্ষ বার্সেলোনা।

গত বুধবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে আয়াক্সের মাঠে ২-১ গোলে জেতে সোলারির দল। আগামী ৫ মার্চ ঘরের মাঠে ফিরতি পর্বে খেলতে নামবে প্রতিযোগিতার সর্বোচ্চ ১৩ বারের চ্যাম্পিয়নরা।

ব্যস্ত সূচিতে অন্য প্রতিযোগিতাকে লিগের চেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন না বলে দাবি করেন সোলারি।

“লিগ সবসময় আমাদের গুরুত্বের তালিকায় আছে। আমাদের দ্রুতই ঘুরে দাঁড়াতে এবং এগিয়ে যেতে হবে। তিনটি প্রতিযোগিতাই (লা লিগা, কোপা দেল রে, চ্যাম্পিয়ন্স লিগ) এখন পর্যন্ত আমাদের জন্য উন্মুক্ত আছে।”

লিগে ২৪ ম্যাচে ১৪ জয় ও তিন ড্রয়ে ৪৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে রিয়াল। বার্সেলোনার সংগ্রহ ৫৪ পয়েন্ট। ৪৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আতলেতিকো মাদ্রিদ।