জিতেই চলেছে আবাহনী

প্রিমিয়ার লিগে জয়যাত্রা ধরে রেখেছে আবাহনী লিমিটেড। ব্রাদার্স ইউনিয়নকে বড় ব্যবধানে হারিয়ে টানা পঞ্চম জয় তুলে নিয়েছে লিগের বর্তমান চ্যাম্পিয়নরা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Feb 2019, 02:47 PM
Updated : 17 Feb 2019, 02:52 PM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রোববার ৪-০ গোলে জিতে শীর্ষে ফিরেছে আবাহনী। সাত ম্যাচে ছয় জয়ে ১৮ পয়েন্ট দলটির। ১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা বসুন্ধরা কিংস অবশ্য দুই ম্যাচ কম খেলেছে।

একাদশ মিনিটে ওয়ালী ফয়সালের ক্রসে সানডে চিজোবার হেড গোলরক্ষক সুজন চৌধূরী ফেরানোর পর সামনে থাকা ব্রাদার্সেরই ডিফেন্ডার উত্তম বড়ুয়ার পায়ে লেগে জালে জড়ালে এগিয়ে যায় আবাহনী। সাত মিনিট পর রায়হানের থ্রো ইনে কেরভেন্স ফিলস বেলফোর্টের হেডে ব্যবধান দ্বিগুণ হয়।

৩৪তম মিনিটে ব্রাদার্সের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড লিওনার্দো লিমার শট গোললাইন থেকে ফেরান টুটুল হোসেন বাদশা।

প্রথমার্ধের শেষ দিকে নাবীব নেওয়াজ জীবনের শট সুজন পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি। দ্রুত দৌড়ে গিয়ে নিখুঁত শটে স্কোরলাইন ৩-০ করেন নাইজেরিয়ান ফরোয়ার্ড চিজোবা।

জীবন গোলের সুযোগ নষ্ট করার পর ৫৭তম মিনিটে ডি বক্সের ভেতর থেকে জোরালো শটে ব্যবধান আরও বাড়ান বেলফোর্ট। ৮০তম মিনিটে আগুয়ান গোলরক্ষকের মাথার ওপর দিয়ে হাইতির এই ফরোয়ার্ডের চিপ ক্রসবারে লেগে ফিরে।

৮৭তম মিনিটে সতীর্থের থ্রো ইনে মানাফ রাব্বীর সাইড ভলি শহিদুল আলম সোহেল ফেরালে ব্যবধান কমাতে পারেনি ব্রাদার্স। ছয় ম্যাচে টানা চতুর্থ হারের স্বাদ পাওয়া দলটির পয়েন্ট ৩।

রোববার অন্য ম্যাচে গোলশূন্য ড্র করে শেখ রাসেল ক্রীড়া চক্র ও শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। ছয় ম্যাচে চার জয় ও দুই ড্রয়ে ১৪ পয়েন্ট শেখ রাসেলের। সাত ম্যাচে শেখ জামালের পয়েন্ট ১১।