শেখ রাসেল-শেখ জামাল ড্র

প্রিমিয়ার লিগে শেখ রাসেল ক্রীড়া চক্র ও শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Feb 2019, 11:46 AM
Updated : 17 Feb 2019, 01:20 PM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রোববার ম্যাচের সপ্তম মিনিটে ভাগ্যের ফেরে এগিয়ে যাওয়া হয়নি ২০১৫ সালের চ্যাম্পিয়ন শেখ জামালের। দাভিদ ব্রুসের বাড়ানো বলে আর্জেন্টাইন ফরোয়ার্ড লুসিয়ানো এমানুয়েল পেরেসের শট ফিরে আসে পোস্টে লেগে।

৩৩তম মিনিটে শেখ রাসেলের উজবেকিস্তানের ফরোয়ার্ড আজিজভ আলিশেরের ডি-বক্সের বাইরে থেকে নেওয়া জোরালো শট সরাসরি গোলরক্ষকের গ্লাভসে জমে যায়। ছয় মিনিট পর দলটির আরেক ফরোয়ার্ড মোহাম্মদ খালেকুরজ্জামানের শট বাইরের জাল কাঁপায়।

প্রথমার্ধের শেষ দিকে সলোমন কিংয়ের বাড়ানো বল পেরেসের শট দূরের পোস্ট ঘেঁষে বেরিয়ে গেলে শেখ জামালের আরেকটি ভালো সুযোগ নষ্ট হয়।

৬৪তম মিনিটে আলেক্স রাফায়েল দি সিলভার শট ক্রসবারে লেগে ফিরলে ২০১২-১৩ মৌসুমের চ্যাম্পিয়ন শেখ রাসেলের হতাশা আরও বাড়ে। সাত মিনিট আগেই ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডকে বিপলু আহমেদের বদলি নামান কোচ।

শেষ দিকে ডি-বক্সের ভেতরে ফাঁকায় থাকা গাম্বিয়ান ফরোয়ার্ড কিংয়ের শট ক্রসবারের ওপর দিয়ে উড়ে গেলে টানা তিন জয়ের পর ফের পয়েন্ট হারায় শেখ জামাল।

ছয় ম্যাচে চার জয় ও দুই ড্রয়ে ১৪ পয়েন্ট শেখ রাসেলের। সাত ম্যাচে শেখ জামালের পয়েন্ট ১১।