পগবার নিষেধাজ্ঞায় ‘খুশি’ পিএসজি

চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর ফিরতি পর্বে নিষেধাজ্ঞার কারণে খেলতে পারবেন না ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার পল পগবা। এতে পিএসজি ‘ভীষণ খুশি’ বলে জানিয়েছেন দলটির ফুটবলার ইউলিয়ান ড্রাক্সলার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Feb 2019, 04:22 PM
Updated : 14 Feb 2019, 04:22 PM

জার্মান এই মিডফিল্ডারের মতে, ইউনাইটেডের মাঝমাঠের ‘সেরা খেলোয়াড়’ না থাকায় সুবিধা হবে তাদের।

ওল্ড ট্র্যাফোর্ডে মঙ্গলবার প্রথম লেগে ২-০ গোলের দাপুটে জয়ে শেষ আটের পথে এগিয়ে গেছে পিএসজি। ম্যাচের ৮৯তম মিনিটে দানি আলভেসকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন পগবা। ফলে ৬ মার্চ ফিরতি পর্বে খেলতে পারবেন না বিশ্বকাপ জয়ী এই ফুটবলার।

পগবা না থাকায় ফরাসি চ্যাম্পিয়নরা মানসিকভাবে এগিয়ে থাকবে বলে জানান ড্রাক্সলার।

“আমার কাছে পল ম্যানচেস্টার ইউনাইটেডের সেরা খেলোয়াড়। সে দলের জন্য খুব গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়।”

“আর তাই সে যে দ্বিতীয় লেগে খেলবে না, তাতে আমরা ভীষণ খুশি।”