হেরেই চলেছে মোহামেডান
ক্রীড়া প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Feb 2019 06:09 PM BdST Updated: 13 Feb 2019 06:30 PM BdST
প্রিমিয়ার লিগে এখনও স্বরূপে ফিরতে পারেনি মোহামেডান স্পোর্টিং ক্লাব। সাইফ স্পোর্টিংয়ের কাছে হেরে টানা চতুর্থ পরাজয়ের স্বাদ পেয়েছে দলটি।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বুধবার ২-১ গোলে হারে মোহামেডান। বিজেএমসিকে হারিয়ে লিগ শুরু করার পর টানা চার ম্যাচ হারল তারা।
ম্যাচের দশম মিনিটে পার্কের তৈরি করে দেওয়া বল রাশিয়ান ফরোয়ার্ড দেনিস বলশেকভ জালে জড়িয়ে সাইফ স্পোর্টিংকে এগিয়ে নেন।
দ্বিতীয়ার্ধের শুরুতে বাঁ দিক দিয়ে আক্রমণে ওঠা দক্ষিণ কোরিয়ার পার্কের ব্যাক পাসের পর নিখুঁত শটে ব্যবধান দ্বিগুণ করেন কলম্বিয়ার ফরোয়ার্ড দেইনের আন্দ্রেস করদোবা।
৫৪তম মিনিটে নাইজেরিয়ার ফরোয়ার্ড কিংসলে চিগোজির শট ফিরিয়ে মোহামেডানকে ম্যাচে ফিরতে দেননি গোলরক্ষক জিয়াউর রহমান।
৬৭তম মিনিটে ম্যাচে ফেরা গোল পায় মোহামেডান। পাশবন মোল্লার কর্নারে চিগোজি হেড করার পর হেডেই লক্ষ্যভেদ করেন আমির হাকিম বাপ্পী। বাকি সময়ে আর সমতায় ফেরা গোল পায়নি দলটি।
ছয় ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট সাইফ স্পোর্টিংয়ের।
সর্বাধিক পঠিত
- বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার পর ম্যাচ পরিত্যক্ত
- নতুন চেহারার উইন্ডিজের সামনে আত্ম অনুসন্ধানী বাংলাদেশ
- ওভারে ৩৫ রান দিয়ে ব্রডের বিশ্ব রেকর্ড
- দোরাইস্বামী যাচ্ছেন, আসছেন সুধাকর
- টিভি সূচি (শনিবার, ০২ জুলাই ২০২২)
- মুকুল বোস মারা গেছেন
- অসুস্থ ছিলাম, দলের কেউ খোঁজ নেয়নি: রওশন
- শিক্ষক হত্যা: জিতুর ‘বান্ধবী’ও বহিষ্কৃত, স্কুল খুললেও উপস্থিতি কম
- ভাড়া কমল বরিশাল-ঢাকা নৌপথে
- দ্রুততম সেঞ্চুরিতে ধোনির রেকর্ড ভাঙলেন পান্ত