ইউনাইটেডকে হারিয়ে পিএসজির ইতিহাস
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Feb 2019 03:59 AM BdST Updated: 13 Feb 2019 04:34 AM BdST
আক্রমণভাগের দুই তারকা নেইমার ও এদিনসন কাভানির অনুপস্থিতিতে শুরুতে ধুঁকতে দেখা গেল পিএসজিকে। তবে দ্বিতীয়ার্ধে দারুণভাবে নিজেদের মেলে ধরে ম্যানচেস্টার ইউনাইটেডকে তাদেরই মাঠে হারিয়ে দিল টমাস টুখেলের দল। গড়লো প্রথম ফরাসি ক্লাব হিসেবে ওল্ড ট্র্যাফোর্ডে জয়ের অনন্য কীর্তি।
চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে মঙ্গলবার রাতে ২-০ গোলে জিতে প্যারিসের ক্লাবটি। প্রেসনেল কিম্পেম্বের গোলে পিএসজি এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন কিলিয়ান এমবাপে।
আগামী ৬ মার্চ ফিরতি পর্বে পিএসজির মাঠে পল পগবাকে ছাড়াই খেলতে যাবে ইউনাইটেড। ম্যাচের শেষ দিকে দানি আলভেসকে অহেতুক ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার।
গত দুই আসরে শেষ ষোলো থেকে ছিটকে পড়া পিএসজির সামনে এখন শেষ আটে ওঠার হাতছানি।

বিরতির আগে একমাত্র উল্লেখযোগ্য ঘটনা ঘটে ৩৯তম মিনিটে। বল দখলের লড়াইয়ে অ্যাশলি ইয়াং ছুটে গিয়ে পিএসজির আনহেল দি মারিয়াকে ধাক্কা দিলে হাতে ব্যথা পান এই আর্জেন্টাইন। এতে দুদলের খেলোয়াড়দের মধ্যে শুরু হয় তর্কাতর্কি। কোনো দুর্ঘটনা অবশ্য ঘটেনি। খানিক পরেই মাঠে ফেরেন দি মারিয়া। আর আগেই হলুদ কার্ড দেখা ইয়াংকে এ যাত্রায় সতর্ক করে দেন রেফারি।
বিরতির ঠিক আগে পায়ে চোট পেয়ে মাঠ ছাড়েন ইউনাইটেডের ইংলিশ মিডফিল্ডার জেসি লিনগার্ড। বদলি নামেন চিলির ফরোয়ার্ড আলেক্সিস সানচেস।

এগিয়ে গিয়ে আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠা পিএসজি প্রতিপক্ষের রক্ষণে প্রচণ্ড চাপ বাড়ায়। দ্রুত সাফল্যও পেয়ে যায় তারা। ৬০তম মিনিটে বাঁ দিক থেকে দি মারিয়ার ক্রস ছোট ডি-বক্সের বাইরে পেয়ে প্লেসিং শটে বল ঠিকানায় পাঠান এমবাপে।
৮৯তম মিনিটে পগবা বহিষ্কার হলে ম্যাচে ফেরার আশা শেষ হয়ে যায় স্বাগতিকদের।
সুলশারের অধীনে ইউনাইটেডের এটি প্রথম হার। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১১ ম্যাচে অপরাজিত ছিল রেড ডেভিলরা। এর মধ্যে ১০টিতেই জিতেছিল দলটি। ইউরোপ সেরার মঞ্চে এসেই হলো ছন্দপতন।
মঙ্গলবার শেষ ষোলোর প্রথম পর্বে অন্য ম্যাচে ইতালিয়ান ক্লাব রোমা নিজেদের মাঠে ২-১ গোলে পর্তুগালের দল এফসি পোর্তোকে হারিয়েছে।
সর্বাধিক পঠিত
- ক্যারিবিয়ানদের ‘হোয়াইটওয়াশ’ করেই ছাড়ল বাংলাদেশ
- এবারের এসএসসির পুনর্বিন্যস্ত সিলেবাস প্রকাশ
- প্রত্যাশিত জয়ে বাংলাদেশের ‘৩০’
- এলচেকে হারিয়ে তিনে বার্সা
- ‘মেসিকে বোঝানোর চেষ্টা করছে পিএসজি’
- আইপিএলে নতুন ভূমিকায় সাঙ্গাকারা
- টিকা আসার আগে যা বললেন বেক্সিমকো ফার্মার এমডি
- ফিরোজ রশীদকে ‘মূর্খ’ বললেন শাহরিয়ার কবির
- ‘ভেতরের কথা বাইরে কীভাবে আসে’, কৌতূহল সাকিবের
- দশম ও দ্বাদশ শ্রেণিতে নিয়মিত ক্লাস, বাকিদের সপ্তাহে ১ দিন