শীর্ষস্থান ধরে রাখতে আত্মবিশ্বাসী বার্সা কোচ

লা লিগায় দল টানা দুই ম্যাচে হোঁচট খেলেও চিন্তিত নন বার্সেলোনা কোচ এরনেস্তো ভালভেরদে। পয়েন্ট তালিকায় শীর্ষস্থান ধরে রাখতে আত্মবিশ্বাসী এই স্প্যানিয়ার্ড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Feb 2019, 01:52 PM
Updated : 11 Feb 2019, 01:52 PM

আথলেতিক বিলবাওয়ের মাঠ সান মামেসে রোববার গোলশূন্য ড্র করে ভালভেরদের দল। আগের ম্যাচে ঘরের মাঠে ভালেন্সিয়ার বিপক্ষে দুই গোলে পিছিয়ে পড়ার পর অধিনায়ক লিওনেল মেসির জোড়া গোলে এক পয়েন্ট পেয়েছিল লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা।

শনিবার আতলেতিকো মাদ্রিদকে তাদেরই মাঠে হারিয়ে দ্বিতীয় স্থানে ওঠা রিয়াল মাদ্রিদের চেয়ে ৬ পয়েন্টে এগিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। খুব একটা পিছিয়ে নেই দিয়েগো সিমেওনের দলও। সমান ১৫টি করে ম্যাচ হাতে আছে তিন দলের।

লম্বা মৌসুমে এমন উত্থান-পতন স্বাভাবিক বলেই মনে করেন ভালভেরদে।

“গত সপ্তাহে আমরা শীর্ষে ছিলাম, চলতি সপ্তাহেও আছি। আর আমি যদি ভুল না করি, আগামী সপ্তাহে আমরাই শীর্ষে থাকব।”

“পরিস্থিতিটা এমনই, কিছু কিছু সপ্তাহে আপনি অনেক পয়েন্ট অর্জন করবেন, আর কখনও কখনও করবেন না। এটা লম্বা একটা মৌসুম। সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা শেষ পর্যন্ত অপেক্ষা করব।”

আগামী শনিবার রিয়াল ভাইয়াদলিদের বিপক্ষে নিজেদের পরবর্তী লিগ ম্যাচে মাঠে নামবে বার্সেলোনা।