‘রিয়ালের জন্য কোনো কিছুই অসম্ভব নয়’

মৌসুমের শুরু থেকে বারবার ছন্দ হারানো রিয়াল মাদ্রিদ অবশেষে ঘুরে দাঁড়ানোর আভাস দিয়েছে। আর এতে ভীষণ আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন কোচ সান্তিয়াগো সোলারি। দলকে টানা চতুর্থ চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতানোর স্বপ্ন দেখছেন এই আর্জেন্টাইন। সোলারির মতে, তার দলের জন্য কোনো কিছুই অসম্ভব নয়।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Feb 2019, 10:49 AM
Updated : 11 Feb 2019, 10:49 AM

ক্লাব পর্যায়ের ইউরোপের সেরা প্রতিযোগিতা চ্যাম্পিয়ন্স লিগে গত কয়েক বছরে দারুণ সফল রিয়াল। প্রথম দল হিসেবে রেকর্ড টানা তিনবারসহ গত পাঁচ বছরে চারবারই শিরোপা ঘরে তুলেছে স্পেনের সবচেয়ে সফল ক্লাবটি।

আড়াই বছরে ক্লাবকে ৯টি শিরোপা এনে দেওয়া কোচ জিনেদিন জিদান গত বছরের মে মাসে সান্তিয়াগো বের্নাবেউ ছাড়ার পর থেকেই উত্থান-পতনের মধ্য দিয়ে চলা রিয়াল ইউরোপ সেরার মঞ্চে টানা চতুর্থ শিরোপা হাতে তুলতে পারে বলে মনে করেন সোলারি।

“রিয়াল মাদ্রিদের জন্য কোনো কিছুই অসম্ভব নয়।”

আগামী বুধবার বাংলাদেশ সময় রাত দুইটায় চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় আয়াক্সের মুখোমুখি হবে রিয়াল। ডাচ প্রতিপক্ষকে যথেষ্ট সমীহ করছেন সোলারি।

“যুব প্রকল্প নিয়ে কাজের জন্য আয়াক্স খুবই বিখ্যাত।…আক্রমণাত্মক ফুটবলের জন্যও তাদের পরিচিতি আছে। চ্যাম্পিয়ন্স লিগের অন্য সব ম্যাচের মতো এই রাউন্ডটাও কঠিন হবে।”