চোট কাটিয়ে দলে ফিরেছেন বার্সার দেম্বেলে

চোট কাটিয়ে দলে ফিরেছেন উসমান দেম্বেলে। আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে ম্যাচের জন্য ফরাসি এই ফরোয়ার্ডকে নিয়ে দল ঘোষণা করেছেন বার্সেলোনা কোচ এরনেস্তো ভালভেরদে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Feb 2019, 10:54 AM
Updated : 10 Feb 2019, 11:31 AM

গত ২০ জানুয়ারি লা লিগায় লেগানেসের বিপক্ষে ৩-১ ব্যবধানে জেতা ম্যাচে গোড়ালির গাটে চোট পেয়ে ছিটকে পড়েছিলেন দেম্বেলে। ওই ম্যাচে তার গোলেই এগিয়ে গিয়েছিল কাতালান ক্লাবটি।

শুরুতে ধারণা করা হয়েছিল তার মাঠে ফিরতে দুই সপ্তাহ মতো সময় লাগতে পারে। তবে ঠিক সময়ে ফিরতে না পারায় গত বুধবার কোপা দেল রের সেমি-ফাইনালের প্রথম লেগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলতে পারেননি বিশ্বকাপ জয়ী ফরোয়ার্ড দেম্বেলে।

রোববার বাংলাদেশ সময় রাত পৌনে দুইটায় বিলবাওয়ের মাঠে খেলতে নামবে বার্সেলোনা। চোটে পড়ার আগে দারুণ ফর্মে থাকা দেম্বেলের এই ম্যাচে ফেরাটা লা লিগা চ্যাম্পিয়নদের জন্য বড় এক সুখবর। আগামী কয়েক সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দুই লেগসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে ভালভেরদের দল। এর মধ্যে কোপা দেল রের সেমি-ফাইনালের ফিরতি পর্বের পাশাপাশি লিগেও চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের মাঠে খেলতে যাবে দলটি।