অবশেষে পয়েন্ট পেল নোফেল

রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটির সঙ্গে ড্র করে প্রিমিয়ার লিগে নিজেদের পয়েন্টের খাতা খুলেছে নবাগত দল নোফেল স্পোর্টিং ক্লাব।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Feb 2019, 12:31 PM
Updated : 9 Feb 2019, 12:31 PM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শনিবার দুই দলের ম্যাচটি ১-১ ড্র হয়।

২৫তম মিনিটে সতীর্থের কর্নারে মনডে ওসাগি হেড করার পর গোলমুখ থেকে সহজেই রহমতগঞ্জকে এগিয়ে নেন কঙ্গোর ফরোয়ার্ড সিও জুনাপিও।

সাত মিনিট পর ফয়সাল আহমেদের ফ্রি কিকে নাইজেরিয়ান ডিফেন্ডার মনডের হেড দূরের পোস্ট দিয়ে জালে জড়ালে ব্যবধান দ্বিগুণ হয়।

দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ায় আগের তিন ম্যাচ টানা হেরে আসা নোফেল। ৫০তম মিনিটে ইসমাইল বাঙ্গুরার বাড়ানো বল জালে জড়িয়ে দলকে ম্যাচে ফেরান মোহাম্মদ রোমান।

৬০তম মিনিটে সফল স্পট কিকে সমতা ফেরান গিনির ফরোয়ার্ড বাঙ্গুরা। বাকিটা সময় পার করে দিয়ে প্রথম পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে নোফেল।

পাঁচ ম্যাচে তিন ড্রয়ে ৩ পয়েন্ট রহমতগঞ্জের।

শনিবার অন্য ম্যাচে গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে ৩-১ গোলে হারিয়ে টানা চতুর্থ জয় তুলে নেয় বসুন্ধরা কিংস।