চোট পেয়ে মাঠের বাইরে বার্সেলোনার আর্থার

মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে ধাক্কা খেয়েছে বার্সেলোনা। হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে প্রায় এক মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন মিডফিল্ডার আর্থার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Feb 2019, 03:28 PM
Updated : 8 Feb 2019, 03:39 PM

ব্রাজিলিয়ান এই ফুটবলারের সেরে উঠতে তিন-চার সপ্তাহের মতো সময় লাগবে বলে শুক্রবার কাতালান ক্লাবটি তাদের ওয়েবসাইটে জানিয়েছে। ফলে মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে কমপক্ষে চারটি ম্যাচে ২২ বছর বয়সী এই খেলোয়াড়কে পাবে না বার্সেলোনা। এর মধ্যে রয়েছে ২৭ ফেব্রুয়ারি রিয়াল মাদ্রিদের মাঠে কোপা দেল রের সেমি-ফাইনালের ফিরতি লেগসহ লিঁওর বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচ।

আগামী ২ মার্চ লা লিগায় আবারও চিরপ্রতিদ্বন্দ্বীদের মুখোমুখি হবে এরনেস্তো ভালভেরদের দল। সে ম্যাচেও খেলার সম্ভাবনা তেমন একটা নেই গত বছরের জুলাইয়ে ব্রাজিলিয়ান ক্লাব গ্রেমিও থেকে কাম্প নউয়ে পা রাখা আর্থারের।