রামোসকে বহিষ্কার করা উচিত ছিল: পিকে

বার্সেলোনার বিপক্ষে রিয়াল মাদ্রিদের অধিনায়ক সের্হিও রামোসকে লাল কার্ড দেখানো উচিত ছিল বলে মনে করেন কাতালান দলটির অভিজ্ঞ ডিফেন্ডার জেরার্দ পিকে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Feb 2019, 09:54 AM
Updated : 7 Feb 2019, 09:54 AM

কাম্প নউয়ে বুধবার কোপা দেল রের সেমি-ফাইনালের প্রথম লেগে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের লড়াই ১-১ গোলে ড্র হয়। ম্যাচের দশম মিনিটে নেলসন সেমেদোকে বাজে এক ফাউল করে হলুদ কার্ড দেখেন রামোস। দ্বিতীয়ার্ধে বার্সেলোনার ব্রাজিলিয়ান মিডফিল্ডার আর্থারকে ফাউল করেন ৩২ বছর বয়সী এই ডিফেন্ডার। সেবার অবশ্য তাকে কোনো কার্ড দেখাননি রেফারি।

ম্যাচের পর পিকে জানান, বহিষ্কার করা উচিত ছিল রামোসকে।

“সব মিলে, তিনি ভালোভাবেই ম্যাচ পরিচালনা করেছেন। সের্হিওর একটা কার্ড প্রাপ্য ছিল। কিন্তু আমরা কি করতে পারি?”

গত চারবারসহ প্রতিযোগিতার সর্বোচ্চ ৩০ বারের চ্যাম্পিয়ন বার্সেলোনার বিপক্ষে অ্যাওয়ে গোলের সুবিধা নিয়ে আগামী ২৭ ফেব্রুয়ারি ঘরের মাঠ সান্তিয়াগো বের্নাবেউয়ে শেষ চারের ফিরতি পর্বে মাঠে নামবে রিয়াল।