রিয়ালের বিপক্ষে অস্বস্তিতে ছিল মেসি: ভালভেরদে

রিয়াল মাদ্রিদের বিপক্ষে বদলি হিসেবে নেমে তেমন একটা আলো ছড়াতে পারেননি লিওনেল মেসি। বার্সেলোনা কোচ এরনেস্তো ভালভেরদেও জানালেন, দলের সেরা তারকা অস্বস্তিতে ছিলেন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Feb 2019, 09:26 AM
Updated : 7 Feb 2019, 10:05 AM

কাম্প নউয়ে গত বুধবার কোপা দেল রের শেষ ষোলোর প্রথম লেগে শুরুতে পিছিয়ে পড়ার পর রিয়ালের সঙ্গে ১-১ ড্র করে বার্সেলোনা। ম্যাচের ৬৪তম মিনিটে বদলি নামেন মেসি।

গত শনিবার লা লিগায় ভালেন্সিয়ার সঙ্গে ২-২ ড্র ম্যাচের দ্বিতীয়ার্ধে ঊরুতে চোট পান মেসি। ক্লাসিকোয় তার খেলা নিয়েই অনিশ্চয়তা ছিল। ভালভেরদে জানালেন দলের প্রয়োজনে বদলি নামাতে হয়েছে মেসিকে।

“যেটা দল এবং খেলোয়াড়ের জন্য তুলনামূলকভাবে ভালো হবে সেটার ওপর ভিত্তি করেই আপনি সিদ্ধান্ত নিবেন।”

“তার অস্বস্তি ছিল। আজ সে তুলনামূলকভাবে ভালো ছিল কিন্তু আমরা ভেবেছিলাম তার দ্বিতীয়ার্ধে নামাটাই সবচেয়ে ভালো হবে।”

“সে ম্যাচ নির্ণায়ক হতে পারত। কেননা, আমরা জানি, সবসময় বল পেলে সে বিপদ তৈরি করতে পারে।”

আগামী রোববার লা লিগার ম্যাচ খেলতে আথলেতিক বিলবাওয়ের মাঠে যাবে বার্সেলোনা। এ ম্যাচে শুরু থেকে মেসিকে পাওয়ার আশা ভালভেরদের।

“আমি জানি না। যদি সে ঠিক থাকে, তাহলে খেলবে। আমি আশা করি এমনটাই হবে।”

ষষ্ঠ মিনিটে লুকাস ভাসকেসের গোলে এগিয়ে যায় রিয়াল। ৫৭তম মিনিটে মালকমের গোলে সমতায় ফেরে বার্সেলোনা। আগামী ২৭ ফেব্রুয়ারি সান্তিয়াগো বের্নাবেউয়ের ফিরতি লেগ নিয়ে আশাবাদী ভালভেরদে।

“আমাদের বের্নাবেউয়ে গোল করতেই হবে।”

“কিন্তু ওই ম্যাচের আগে আরও অনেক ম্যাচ বাকি আছে। আমাদের শান্ত থাকতে হবে।”