নেইমারের ভূমিকায় এমবাপেকে চান না পিএসজি কোচ

পায়ের চোটে আড়াই মাসের জন্য ছিটকে যাওয়া ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমারের দায়িত্ব কিলিয়ান এমবাপেকে দিতে চান না পিএসজির কোচ টমাস টুখেল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Feb 2019, 01:39 PM
Updated : 6 Feb 2019, 01:39 PM

গত মাসে ফরাসি কাপে স্ত্রাসবুরের বিপক্ষে ডান পায়ের পাতার মেটাটারসালে আঘাত পান ২৬ বছর বয়সী নেইমার। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে দুই লেগসহ কমপক্ষে ১৪টি ম্যাচে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারকে পাবে না লিগ ওয়ান চ্যাম্পিয়নরা।

চলতি মৌসুমে লিগ ওয়ানে প্রথম ২০ ম্যাচ অপরাজিত থাকার পর নেইমারের অনুপস্থিতিতে গত রোববার অলিম্পিক লিওঁর মাঠে প্রথম হারের মুখ দেখে পিএসজি। তবে নেইমারের ভূমিকায় নয় বরং ফিনিশার হিসেবেই এমবাপেকে দেখতে চান টুখেল।

“আমি সাধারণত কিলিয়ানকে ফিনিশারের ভূমিকায় দেখতে চাই।…গতি ও গোল ক্ষুধার কারণে সে প্রতিপক্ষের জন্য অবিশ্বাস্য রকমের বিপজ্জনক। গোলে সহায়তা করা এবং প্রতিপক্ষের সীমানায় শেষ কয়েক গজে বলের দখল ধরে রাখার মতো নেইমারের দায়িত্বগুলো সে পালন করুক ,তা আমি চাই না।”

“এগুলো করতে সক্ষম খেলোয়াড় আমাদের আছে – যারা কিলিয়ান ও কাভানিকে সাহায্য করতে পারে এবং তাদের সঠিক পাস দিতে পারে।”

চলতি মৌসুমে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলে ২৫ ম্যাচে ২২ গোল করেছেন এমবাপে।