ইসকোকে নিয়ে রিয়ালের সঙ্গে কথা বলতে রাজি বার্সা

রিয়াল মাদ্রিদের শুরুর একাদশে অনিয়মিত হয়ে পড়েছেন ইসকো। স্প্যানিশ এই মিডফিল্ডারকে যদি তারা ছাড়তে চায় তাহলে ক্লাবটির সভাপতি ফ্লোরেন্তিনো পেরেসের সঙ্গে কথা বলতে চান বার্সেলোনা সভাপতি জোজেপ মারিয়া বার্তেমেউ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Feb 2019, 01:16 PM
Updated : 6 Feb 2019, 01:16 PM

গত বছরের অক্টোবরে সান্তিয়াগো সোলারি রিয়ালের দায়িত্ব নেওয়ার পর থেকে শুরুর একাদশে খুব বেশি সুযোগ পাননি ইসকো। চলতি মৌসুমে লা লিগায় মাত্র পাঁচটি ম্যাচে শুরুর একাদশে জায়গা পেয়েছেন ২৬ বছর বয়সী এই ফুটবলার। দশটি ম্যাচে সুযোগ হয়েছে বদলি হিসেবে মাঠে নামার। স্প্যানিশ সংবাদ মাধ্যমের খবর, দ্রুত পরিস্থিতির উন্নতি না হলে দল ছাড়তে পারেন ইসকো।

কাম্প নউয়ে বুধবার বাংলাদেশ সময় রাত দুইটায় কোপা দেল রের সেমি-ফাইনালের প্রথম লেগে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার মুখোমুখি হবে রিয়াল।

এর আগে ইসকোর প্রসঙ্গে বার্তেমেউ বলেন, “যদি আমাদের কোচরা আমাদের কাছে একজন খেলোয়াড়কে চায় এবং ওই খেলোয়াড় যদি রিয়াল মাদ্রিদ ছাড়তে চায় তাহলে অবশ্যই আমরা তাকে দলে নিব।”

“সবাই তাদের দলকে আরও শক্তিশালী করার চেষ্টা করে। ইসকো? রিয়াল মাদ্রিদের জন্য আমি ক্লাবটির সভাপতির (ফ্লোরেন্তিনো পেরেস) সঙ্গে কথা বলব।”