আবারও হোঁচট খেল লিভারপুল
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Feb 2019 03:54 AM BdST Updated: 05 Feb 2019 04:00 AM BdST
ইংলিশ প্রিমিয়ার লিগে আবারও পয়েন্ট হারিয়েছে লিভারপুল। এবার ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের মাঠ থেকে ড্র করে ফিরেছে ইয়ুর্গেন ক্লপের দল।
ওয়েস্ট হ্যামের মাঠে সোমবার রাতে ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। গত সপ্তাহে লেস্টার সিটির সঙ্গে ঘরের মাঠে একই স্কোরলাইনে ড্র করেছিল লিভারপুল।
ম্যাচের অধিকাংশ সময় বল দখলে রাখা লিভারপুল ২২তম মিনিটে বিতর্কিত এক গোলে এগিয়ে যায়। সাইডলাইনের কাছে অ্যাডাম লালানা ছোট করে বল বাড়ান জেমস মিলনারকে। সেসময় পরিষ্কার অফসাইডে ছিলেন এই ইংলিশ মিডফিল্ডার; কিন্তু পাশেই থাকা লাইন্সম্যানের চোখ এড়িয়ে যায়। তার ক্রস ছোট ডি-বক্সের বাইরে পেয়ে বাঁ পায়ের প্লেসিং শটে জাল খুঁজে নেন সেনেগালের মিডফিল্ডার সাদিও মানে।

৬২তম মিনিটে ডি-বক্সে এক ঝটকায় দুজনকে ফাঁকি দেন মোহামেদ সালাহ। কিন্তু দুর্বল শটে সুযোগটা নষ্ট করেন তিনি। ১০ মিনিট পর ইংলিশ মিডফিল্ডার মার্ক নোবেলের শট ক্রসবারের একটু উপর দিয়ে গেলে বেঁচে যায় লিভারপুল।
২৫ ম্যাচে ১৯ জয় ও পাঁচ ড্রয়ে শীর্ষে থাকা লিভারপুলের পয়েন্ট ৬২।
রোববার আর্সেনালকে ৩-১ গোলে হারানো ম্যানচেস্টার সিটি ৫৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে।
গত শনিবার নিউক্যাসল ইউনাইটেডকে ১-০ গোলে হারানো টটেনহ্যাম হটস্পার ৫৭ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে। সেদিনের আরেক ম্যাচে পয়েন্ট তালিকার তলানির দল হাডার্সফিল্ড টাউনকে ৫-১ গোলে হারানো চেলসি ৫০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে।
রোববারের আরেক ম্যাচে লেস্টার সিটিকে ১-০ গোল হারানো ম্যানচেস্টার ইউনাইটেড ৪৮ পয়েন্ট নিয়ে আছে পাঁচ নম্বরে। ১ পয়েন্ট কম নিয়ে তারপরেই আছে আর্সেনাল।
-
অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের সঙ্গে নিজের মিল দেখছেন কাফু
-
কোয়াড্রপল জয়ের আশায় সালাহ, ‘চাপ নেই’ বলছেন ক্লপ
-
প্রায় এক ঘণ্টা পর ফের শুরু কিংস-মোহনবাগান ম্যাচ
-
‘ব্রাজিলের বিশ্বকাপ না জেতাটা হবে ব্যর্থতা’
-
আবারও ইপিএলের সেরা উদীয়মান ফোডেন
-
‘লেভানদোভস্কিকে দলে টানার অবস্থায় নেই বার্সা’
-
শেষ হচ্ছে দি মারিয়ার পিএসজি অধ্যায়
-
ফাইনালের আগে আবারও রিয়ালের হোঁচট
সর্বাধিক পঠিত
- স্বর্ণ উদ্ধার করে মাদকের মামলা: চাকরি গেল এসপি আলতাফের
- ফাইনালের আগে আবারও রিয়ালের হোঁচট
- কানের গালিচায় নগ্ন হয়ে প্রতিবাদ
- নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন
- মাঙ্কিপক্স নিয়ে জরুরি বৈঠকে বসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
- চ্যাম্পিয়ন্স লিগের চেয়েও তৃপ্তিদায়ক ইপিএলের শিরোপা!
- বিদ্যুতের তার ছিঁড়ে ভ্যানে, প্রাণ গেল ২ জনের
- ‘গণকমিশনের' নামে বিশৃঙ্খলা করলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশিষ্ট যোদ্ধাদের আত্মসমর্পণ, শেষ হল ইস্পাত কারখানার অবরোধ