মোহামেডানকে টানা তৃতীয় হারের স্বাদ দিল শেখ রাসেল

মোহামেডান স্পোর্টিং ক্লাবের দুঃসময় যেন কাটছেই না। প্রিমিয়ার লিগে এবার শেখ রাসেল ক্রীড়া চক্রের কাছে হেরেছে দলটি।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Feb 2019, 03:00 PM
Updated : 4 Feb 2019, 03:00 PM

সিলেট জেলা স্টেডিয়ামে সোমবার ৩-০ গোলে হারে মোহামেডান। চলতি লিগে এই নিয়ে টানা তৃতীয় হারের স্বাদ পেল তারা। টিম বিজেএমসিকে হারিয়ে লিগ শুরু করা দলটি পরের দুই ম্যাচে আরামবাগ ক্রীড়া সংঘ ও ব্রাদার্স ইউনিয়নের কাছে হেরেছিল।

আর চলতি লিগে তিন ম্যাচের সবগুলোতেই জিতল শেখ রাসেল। আরামবাগকে হারিয়ে লিগ শুরু করা দলটি নিজেদের দ্বিতীয় ম্যাচে ব্রাদার্সকে হারিয়েছিল।

অষ্টম মিনিটের সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে যায় শেখ রাসেল। বিপলু আহমেদের বাড়ানো ক্রস বুক দিয়ে নামিয়ে দারুণ শটে জাল খুঁজে নেন নাইজেরিয়ান ফরোয়ার্ড রাফায়েল ওডোইন।

প্রথমার্ধের শেষ দিকে ব্যবধান দ্বিগুণ করে নেয় লিগের ২০১২-১৩ মৌসুমের চ্যাম্পিয়নরা। আলেক্স রাফায়েল দি সিলভার কর্নারে ওডোইনের হেড পোস্টে লেগে ফেরার পর ফিরতি শটে লক্ষ্যভেদ করেন এলিসন উডোকা।

৮৬তম মিনিটে প্রতিপক্ষের দুর্বল শট থেকে বল পেয়ে ওডোইনের সঙ্গে একবার দেওয়া-নেওয়া করে শেখ রাসেলের জয় নিশ্চিত করেন উজবেকিস্তানের ফরোয়ার্ড আজিজভ আলিশের।

সোমবার অন্য ম্যাচে নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে বালো ফামুসার জোড়া গোলে ২-০ ব্যবধানে জিতে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র।