ক্লাসিকোর আগে চোট শঙ্কায় মেসি

কোপা দেল রের সেমি-ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের মুখোমুখি হওয়ার আগে চোট শঙ্কায় পড়েছেন বার্সেলোনার অধিনায়ক লিওনেল মেসি। কাতালান ক্লাবটির কোচ এরনেস্তো ভালভেরদে অবশ্য আশাবাদী, ক্লাসিকোর আগেই সেরে উঠবেন দলের সেরা তারকা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Feb 2019, 11:10 AM
Updated : 3 Feb 2019, 11:10 AM

শনিবার লা লিগায় ঘরের মাঠে ভালেন্সিয়ার বিপক্ষে দুই গোল খেয়ে পিছিয়ে পড়া দলকে বাঁচাতে জ্বলে ওঠেন মেসি। স্পট কিকে ব্যবধান কমানোর পর দ্বিতীয়ার্ধে দারুণ এক গোলে দলকে সমতায় ফেরান তিনি।

দ্বিতীয়ার্ধে ঊরুতে চোট পান মেসি। সেসময় সাইডলাইনে পাঁচ মিনিট চিকিৎসাও নিতে হয় পাঁচবারের বর্ষসেরা ফুটবলারকে। পরে অবশ্য পুরো ম্যাচেই খেলেছেন ৩১ বছর বয়সী তারকা। আর তার চোট খুব একটা গুরুতর নয় বলেও আশা করছেন কোচ ভালভেরদে।

বুধবার স্প্যানিশ কাপের শেষ চারে মেসিকে পাওয়ার ব্যাপারে সংবাদ সম্মেলনে আশাবাদ ব্যক্ত করেন ভালভেরদে।

“তার ব্যথা কেমন তা বুঝতে আমাদের রোববার পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমি আপনাদের এর চেয়ে বেশি কিছু বলতে পারছি না। আমরা আশা করি, মাদ্রিদের বিপক্ষে খেলতে সে নির্দিষ্ট সময়ের মধ্যেই সেরে উঠবে।”

“মেডিকেল টিম কি বলে, আমরা দেখব। তবে এটা খুব খারাপ কিছু বলে আমরা ভাবছি না।”

গত অক্টোবরে ঘরের মাঠে রিয়ালের বিপক্ষে লিগ ম্যাচে চোটের কারণে খেলতে পারেননি মেসি। অধিনায়ককে ছাড়াই ম্যাচটি ৫-১ গোলে জিতেছিল বার্সেলোনা।