চ্যাম্পিয়ন্স লিগে নেইমারকে ছাড়া পিএসজির বিপদ দেখছেন বুফ্ফন

চোটে পড়া ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমারের অনুপস্থিতিতে চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির জন্য কঠিন সময় অপেক্ষা করছে বলে মনে করেন দলটির অভিজ্ঞ গোলরক্ষক জানলুইজি বুফ্ফন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Feb 2019, 09:55 AM
Updated : 3 Feb 2019, 09:55 AM

আগামী ১২ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে ওল্ড ট্র্যাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হবে পিএসজি। প্যারিসে ফিরতি লেগ হবে ৬ মার্চ। পায়ের চোটের কারণে প্রায় আড়াই মাসের জন্য ছিটকে যাওয়ায় এই দুই ম্যাচসহ মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে কমপক্ষে ১৪টি ম্যাচে নেইমারকে পাবে না লিগ ওয়ান চ্যাম্পিয়নরা।

চোটে পড়ার আগে চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলে ২৩ ম্যাচে ২০ গোল করা নেইমারকে হারানো দলের জন্য বড় ধাক্কা হিসেবে দেখছেন বুফ্ফন।

“আমাদের কাছে নেইমার খুব গুরুত্বপূর্ণ খেলোয়াড় কারণ গত তিন মাস ধরে সে দলের জন্য অবিশ্বাস্য সব কাজ করছিল। তার না থাকাটা আমাদের জন্য বিপজ্জনক।”

সফল ক্যারিয়ারে একাধিকবার ফাইনালে পৌঁছেও চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা হাতে তুলতে না পারার আক্ষেপ রয়েছে ইতালির বিশ্বকাপ জয়ী এই গোলরক্ষকের। নতুন করে স্বপ্নটা আবার দেখছেন তিনি।

“প্রতি বছর আমি সবসময় ভাবি এটাই হয়তো ঠিক বছর। কিন্তু এভাবে ২৪ বছর হয়ে গেল, আমি চ্যাম্পিয়ন্স লিগ জেতার চেষ্টা করছি।”

“জেতাটা খুব কঠিন। আপনাকে কিছুটা ভাগ্যবান হতে হবে। এখন আমাদের জন্য বিশেষ একটা সময় কারণ নেইমার চোট পড়েছে।”