জীবনের হ্যাটট্রিকে বড় জয় আবাহনীর

প্রিমিয়ার লিগে নাবীব নেওয়াজ জীবনের হ্যাটট্রিকে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটির বিপক্ষে বড় জয় পেয়েছে আবাহনী লিমিটেড।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Feb 2019, 07:18 PM
Updated : 2 Feb 2019, 07:18 PM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শনিবার ৫-১ গোলে জেতে আবাহনী।

ম্যাচের অষ্টাদশ মিনিটে দারুণ হেডে আবাহনীকে এগিয়ে দেন জীবন। পরের মিনিটে সানডে চিজোবার প্রচেষ্টা গোলরক্ষক ফেরানোর পর ফিরতি শটে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি।

প্রথমার্ধের যোগ করা সময়ে কঙ্গোর ফরোয়ার্ড সিও জুনাপিও হেডে ব্যবধান কমান। কিন্তু দ্বিতীয়ার্ধে রহমতগঞ্জ খেই হারিয়ে ফেলে ৫০ ও ৬৮তম মিনিটে গোল খেয়ে। দুটি গোলই করেন চিজোবা।

দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে চিজোবার বাড়ানো বল জালে জড়িয়ে হ্যাটট্রিক পূরণ করেন জীবন। চলতি লিগে এটি তৃতীয় এবং স্থানীয় খেলোয়াড়দের মধ্যে দ্বিতীয় হ্যাটট্রিক। আগের দুটি হ্যাটট্রিক মুক্তিযোদ্ধার কোত দি ভয়ার ফরোয়ার্ড বালো ফামুসা ও আরামবাগ ক্রীড়া সংঘের জাহিদ হোসেনের।

আর চার ম্যাচ পর প্রথম জয়ের স্বাদ পেয়েছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব।

নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে টিম বিজেএমসিকে ২-০ গোলে হারায় শেখ জামাল। ত্রয়োদশ মিনিটে আর্জেন্টাইন ফরোয়ার্ড লুসিয়ানো পেরেস হেডে দলকে এগিয়ে নেওয়ার পর ৩৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কিরগিজস্তানের ফরোয়ার্ড দেভিদ ব্রুস।

বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী চার ম্যাচে তিন জয়ে ৯ পয়েন্ট পেয়েছে। সমান ম্যাচে ৪ পয়েন্ট গতবার লিগে দ্বিতীয় হওয়া শেখ জামালের।