নেইমারকে নয়, আজারকে দলে চান রিয়াল গোলরক্ষক

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার নেইমারকে নয়, বরং এদেন আজারকে দলে টানলে রিয়াল মাদ্রিদের জন্য ভালো হবে বলে মনে করেন দলটির গোলরক্ষক থিবো কোর্তোয়া।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Feb 2019, 01:52 PM
Updated : 2 Feb 2019, 01:52 PM

অনেক দিন ধরে সংবাদ মাধ্যমে খবর, রিয়ালে যোগ দিতে পারেন ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ড নেইমার। একইরকম গুঞ্জন আছে আজারকে নিয়েও। চেলসির বেলজিয়ান এই ফরোয়ার্ড নিজেও একাধিকবার সংবাদ মাধ্যমে স্পেনের সবচেয়ে সফল ক্লাবে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।

চলতি মৌসুমে রিয়ালে যোগ দেওয়ার আগে চেলসিতে আজারের সঙ্গে চার মৌসুম খেলেছেন কোর্তোয়া। সেই অভিজ্ঞতা থেকে ২৬ বছর বয়সী এই ফুটবলার মনে করেন, গত জুলাইয়ে ক্লাব ছেড়ে যাওয়া পর্তুগিজ তারকা ক্রিস্তিয়ানো রোনালদোর শূন্যস্থান পূরণে ভালো পছন্দ হতে পারেন আজার।

“আমি অবশ্যই এদেনকে পছন্দ করতাম। আমি তাকে সত্যি পছন্দ করি, কিন্তু চূড়ান্ত পছন্দটা বোর্ডের হাতে।”

“কি ঘটবে আমি জানি না। এটা আমার জন্য কোনো প্রশ্ন না, (সিদ্ধান্ত নেওয়ার বিষয়টা) চেয়ারম্যান ও ম্যানেজমেন্টের উপর।”

“দল এখন যেমন আছে তেমনই। করিম বেনজেমা ভালো অবস্থায় আছে এবং ১৭টা গোল করেছে। গ্যারেথ বেল ভালো শুরু করেছিল, কিন্তু তারপর চোটের সঙ্গে লড়াই করতে হয়েছে তাকে। ম্যাচে আপনারা দেখেছেন যে আমাদের যোগ্যতা আছে। শুধু কখনও কখনও গোল করাটা সম্ভব হয় না।”