রিয়ালে রোনালদোর অভাব বোধ করছেন কোর্তোয়া

রিয়াল মাদ্রিদে ক্রিস্তিয়ানো রোনালদোর অভাব অনুভূত হচ্ছে বলে মনে করেন দলটির গোলরক্ষক থিবো কোর্তোয়া। তবে ক্লাবের সর্বকালের সেরা গোলদাতাকে নিয়ে ড্রেসিং রুমে তেমন কোনো আলোচনা হয় না বলে দাবি করেছেন বেলজিয়ামের এই খেলোয়াড়।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Feb 2019, 10:57 AM
Updated : 2 Feb 2019, 10:57 AM

গত বছরের জুলাইয়ে সান্তিয়াগো বের্নাবেউ ছেড়ে ইউভেন্তুসে যোগ দেন সব প্রতিযোগিতা মিলে রিয়ালের হয়ে সর্বোচ্চ ৪৫০ গোল করা রোনালদো। মাদ্রিদে কাটানো নয় বছরে চারটি চ্যাম্পিয়ন্স লিগ ও দুটি লা লিগাসহ অসংখ্য শিরোপা জেতেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার। 

চলতি মৌসুমে বার বার পথ হারানো রিয়াল লা লিগায় পয়েন্ট তালিকার শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে ১০ পয়েন্ট পিছিয়ে আছে। বেলজিয়ামের একটি পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদোর প্রসঙ্গে কথা বলেন কোর্তোয়া।

“লকার রুমে তাকে নিয়ে কথা হয় না।…তবে এমন কিছু ম্যাচ আমরা হেরেছিলাম যেখানে দশটা সুযোগ পেয়েও আমরা গোল করতে পারিনি।”

“একই সময়ে সে ইউভেন্তুসের হয়ে দুটি গোল করে। আর এমন সময়ে তার সম্পর্কে কথা হওয়াটা স্বাভাবিক।”

চলতি মৌসুমের শুরুতে চেলসি থেকে রিয়ালে আসা রাশিয়া বিশ্বকাপের সেরা গোলরক্ষক কোর্তোয়ার মতে, আক্রমণভাগে করিম বেনজেমা ও গ্যারেথ ঠিকই সর্বোচ্চ চেষ্টা করছেন; কিন্তু রোনালদোর অভাব পূরণ হচ্ছে না।

“রোনালদো যদি দল ছাড়ে এবং তার জায়গায় বিশ্ব মানের কোনো ফরোয়ার্ড না আসে তাহলে বছরটা কঠিন কাটবে।”

“আপনি আশা করেন যে বেনজেমা বা বেল আরও বেশি গোল করবে। আর আংশিকভাবে তারা তা করেও। গত কয়েক সপ্তাহে আমরা উন্নতি করেছি।”