ছন্দে থাকা বেনজেমার প্রশংসায় রিয়াল কোচ

রিয়াল মাদ্রিদের হয়ে শেষ তিন ম্যাচে পাঁচ গোল করা ফরাসি ফরোয়ার্ড করিম বেনজেমার প্রশংসা করেছেন কোচ সান্তিয়াগো সোলারি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Feb 2019, 11:57 AM
Updated : 1 Feb 2019, 11:57 AM

বৃহস্পতিবার কোপা দেল রের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে জিরোনার বিপক্ষে জোড়া গোল করেন বেনজেমা। ৩-১ গোলে ম্যাচ জেতা রিয়াল দুই লেগ মিলে ৭-৩ ব্যবধানে এগিয়ে থেকে প্রতিযোগিতার শেষ চারে উঠে।

ফরাসি ক্লাব লিওঁ থেকে ২০০৯ সালে রিয়ালে যোগ দেওয়ার পর বিভিন্ন সময়ে বার বার সমর্থকদের সমালোচনার মুখে পড়েছেন বেনজেমা। চোটের কারণে আক্রমণ ভাগের দুই সদস্য গ্যারেথ বেল ও মার্কো আসেনসিও শুরুর একাদশে না থাকলেও ৩১ বছর বয়সী এই স্ট্রাইকারের নেতৃত্বে শেষ চার ম্যাচে জয় পাওয়ার পাশাপাশি ১৩ গোল করেছে রিয়াল।

জিরোনার বিপক্ষে ম্যাচের পর বেনজেমার পারফরম্যান্সে নিজের মুগ্ধতার কথা জানান সোলারি।

“তাদের জন্য আমি দুঃখিত, যারা বেনজেমাকে গত সপ্তাহে আবিষ্কার করেছে। কিন্তু বেনজেমার খেলা উপভোগ করার জন্য তাদের হাতে এখনও সময় আছে, সে দারুণ ছন্দে আছে, এটাই সত্য।”