বার্সায় যোগ দিচ্ছেন ব্রাজিলের এমারসন

চলতি বছরের জুলাইয়ে বার্সেলোনায় যোগ দেবেন তরুণ ব্রাজিলিয়ান ডিফেন্ডার এমারসন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Feb 2019, 06:16 AM
Updated : 1 Feb 2019, 06:16 AM

বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করে কাতালান দলটি। ব্রাজিলের ক্লাব আতলেতিকো মিনেইরো থেকে এমারসনকে দলে টানতে লা লিগা চ্যাম্পিয়নদের খরচ হচ্ছে ১ কোটি ২০ লাখ ইউরো। 

ব্রাজিল অনূর্ধ্ব-২০ দলের হয়ে আন্তর্জাতিক ফুটবলে অংশ নেওয়া এমারসন মিনেইরোর হয়ে ২৩টি ম্যাচ খেলেছেন। চলতি মৌসুমের বাকিটা সময় লা লিগার আরেক ক্লাব রিয়াল বেতিসে ধারে খেলবেন ২০ বছর বয়সী এই রাইট ব্যাক।

চুক্তি অনুসারে ১ জুলাই কাম্প নউয়ে পা রাখবেন এমারসন। জানুয়ারির শীতকালীন দল-বদলে এটি বার্সেলোনার পঞ্চম চুক্তি। এর আগে ধারে ভালেন্সিয়ার কলম্বিয়ান ডিফেন্ডার জেইসন মুরিও ও ঘানার আক্রমণাত্মক মিডফিল্ডার কেভিন-প্রিন্স বোয়াটেংকে চলতি মৌসুমের শেষ পর্যন্ত দলে টানে তারা। এছাড়া ১ জুলাই বার্সেলোনায় যোগ দেবেন নেদারল্যান্ডসের মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি ইয়ং ও তরুণ ফরাসি ডিফেন্ডার জঁ-ক্লেয়ার তোলিবো।