জোড়া গোল করায় আত্মবিশ্বাস পাবে কৌতিনিয়ো: ভালভেরদে

মাঠে সময়টা ভালো যাচ্ছে না ফিলিপে কৌতিনিয়োর। একাদশে জায়গা পেতে লড়তে হচ্ছে বার্সেলোনার এই মিডফিল্ডারকে। এমন অবস্থায় কোপা দেল রেতে সেভিয়ার বিপক্ষে জোড়া গোল করায় এই ব্রাজিলিয়ান আত্মবিশ্বাস পাবেন বলে মনে করেন বার্সেলোনার কোচ এরনেস্তো ভালভেরদে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Jan 2019, 12:56 PM
Updated : 31 Jan 2019, 12:56 PM

বুধবার স্পেনের দ্বিতীয় সেরা প্রতিযোগিতার কোয়ার্টার-ফাইনালে ফিরতি পর্বে ৬-১ গোলের বড় জয় পায় লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা। দুই লেগ মিলিয়ে তাদের জয় ৬-৩ গোলে।

ত্রয়োদশ মিনিটে সফল স্পট কিকে দলকে এগিয়ে নেন কৌতিনিয়ো। লিওনেল মেসি ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টিটি পেয়েছিল বার্সেলোনা। দ্বিতীয়ার্ধের অষ্টম মিনিটে হেডে নিজের দ্বিতীয় গোলটি করেন ২৬ বছর বয়সী এই ফুটবলার। ম্যাচের পর শিষ্যের পারফরম্যান্সের প্রশংসা করেন ভালভেরদে।

“লিও তাকে স্পট কিক নেওয়ার সুযোগ দিয়েছে। আর সে দায়িত্বটা দারুণভাবে পালন করেছে।”

“আশা করি, এই সাফল্য তাকে আরও আত্মবিশ্বাস জোগাবে।”

আগামী শনিবার নিজেদের পরের ম্যাচে লা লিগায় ভালেন্সিয়ার মুখোমুখি হবে বার্সেলোনা।