আবারও হারল মোহামেডান

ব্রাদার্স ইউনিয়নের কাছে হেরে চলতি প্রিমিয়ার লিগে টানা দ্বিতীয় পরাজয়ের স্বাদ পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Jan 2019, 12:22 PM
Updated : 30 Jan 2019, 12:22 PM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বুধবার ১-০ গোলে হারে মোহামেডান। বিজেএমসিকে হারিয়ে লিগ শুরু করা দলটি নিজেদের দ্বিতীয় ম্যাচে আরামবাগ ক্রীড়া সংঘের কাছে উড়ে গিয়েছিল ৪-১ গোলে।

ম্যাচের শুরু থেকে আক্রমণে এগিয়ে থাকলেও প্রথমার্ধে গোল পায়নি মোহামেডান। অষ্টম মিনিটে ল্যান্ডিং ডারবোয়ের আড়াআড়ি পাসে নাইজেরিয়ার ফরোয়ার্ড কিংসলে চিগোজির শট ঠিকানা খুঁজে পায়নি।

২১তম মিনিটে আমির হাকিম বিজেএমসি গোলরক্ষক সুজন চৌধুরীর বরাবর শট নিয়ে সুযোগ নষ্ট করেন। এরপর যোগ করা সময়ে কায়সার আলি রাব্বীর বাড়ানো বলে ঠিকঠাক প্লেসিং শট নিতেও ব্যর্থ হন হাকিম।

৫১তম মিনিটের সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে যায় ব্রাদার্স। সতীর্থের সঙ্গে একবার বল দেওয়া-নেওয়া করে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এভারতন সান্তোসের বাড়ানো বল ডান পায়ের জোরালো শটে জালে জড়িয়ে দেন পানামার জ্যাক ড্যানিয়েলস।

শেষ পর্যন্ত এ গোল ধরে রেখে লিগে প্রথম জয় নিয়ে মাঠ ছাড়ে শেখ রাসেল ক্রীড়া চক্রের কাছে হেরে প্রতিযোগিতা শুরু করা ব্রাদার্স।

বুধবার আগের ম্যাচে নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামে বুধবার নোফেল স্পোর্টিং ক্লাবকে ২-০ গোলে হারিয়ে লিগে টানা তৃতীয় জয় তুলে নেয় বসুন্ধরা কিংস।