১৩ বছর পর নিউক্যাসলের কাছে হারল সিটি

ইংলিশ প্রিমিয়ার লিগে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে অজেয় যাত্রা ধরে রাখতে পারেনি ম্যানচেস্টার সিটি। শুরুটা দারুণ হলেও শেষ পর্যন্ত ১৩ বছর পর দলটির কাছে হারের স্বাদ নিয়ে ফেরে প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়নরা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Jan 2019, 10:02 PM
Updated : 29 Jan 2019, 11:07 PM

নিজেদের মাঠে মঙ্গলবার রাতে ২-১ গোলে জেতে নিউক্যাসল। ২০০৫ সালের সেপ্টেম্বরে সর্বশেষ সিটির বিপক্ষে জিতেছিল তারা। ওই জয়ের পর সিটির বিপক্ষে খেলা ২২ লিগ ম্যাচে নিউক্যাসলের হার ১৯টি।

ম্যাচ শুরুর ২৪ সেকেন্ডের মাথায় সের্হিও আগুয়েরোর গোলে এগিয়ে যায় শিরোপাধারীরা। রাহিম স্টার্লিংয়ের ক্রসে দাভিদ সিলভার হেড আটকাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন গোলরক্ষক। বল পেয়ে ছোট ডি-বক্সের ওপর থেকে আর্জেন্টাইন ফরোয়ার্ড বাঁ পায়ের দারুণ শটে জাল খুঁজে নেন।

২০১৩ সালের পর প্রিমিয়ার লিগে এটি সিটির দ্রুততম গোল। আগেরবার টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ১৩ সেকেন্ডে গোল করেছিলেন জেসুস নাভাস।

৩১তম মিনিটে কেভিন ডি ব্রুইনের তৈরি করে দেওয়া সুযোগ কাজে লাগাতে পারেননি আগুয়েরো। এরপর লক্ষ্যভ্রষ্ট শটে গোলের সুযোগ নষ্ট করেন লেরয় সানে।

দ্বিতীয়ার্ধে সমতার স্বস্তি ফেরে নিউক্যাসল শিবিরে। ৬৬তম মিনিটে আইজ্যাক হেইডেনের হেড করে বাড়ানো বল জালে জড়ান সলোমন রনডন।

৮০তম মিনিটে স্পট কিকে নিউক্যাসলকে এগিয়ে নেন ম্যাট রিচি। গোলরক্ষকের উদ্দেশে ফের্নান্দিনিয়ো ব্যাক পাস বাড়ালে বলের নিয়ন্ত্রণ নেন সন লংস্টাফ। ফের বলের দখল নিতে গিয়ে তাকে ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফের্নান্দিনিয়ো ফাউল করলে পেনাল্টির বাঁশি বাঁজান রেফারি।

চলতি লিগে এ নিয়ে তৃতীয় হারের স্বাদ পাওয়া সিটি ২৪ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। এক ম্যাচ কম খেলে ৬০ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল।

৫১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ২৩ ম্যাচ খেলা টটেনহ্যাম হটস্পার। ৪ পয়েন্ট কম নিয়ে তারপরেই আছে চেলসি।

কার্ডিফ সিটিকে ২-১ গোলে হারানো আর্সেনালের পয়েন্টও চেলসির সমান ৪৭। তবে গোল ব্যবধানে পিছিয়ে পাঁচ নম্বরে আছে এক ম্যাচ বেশি খেলা দলটি।

দিনের আরেক ম্যাচে বার্নলির সঙ্গে ঘরের মাঠে ২-২ গোলে ড্র করা ম্যানচেস্টার ইউনাইটেড ৪৫ পয়েন্ট নিয়ে আছে ষষ্ঠ স্থানে।