ঘরের মাঠে আর্সেনালের কষ্টের জয়
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Jan 2019 03:45 AM BdST Updated: 30 Jan 2019 05:07 AM BdST
ইংলিশ প্রিমিয়ার লিগে অবনমন অঞ্চলের দল কার্ডিফ সিটির মাঠে স্বরূপে দেখা মেলেনি আর্সেনালের। তবে শেষ দিকে ঘুরে দাঁড়িয়ে পিয়েরে-এমেরিক আউবামেয়াং ও আলেকসঁদ লাকাজেতের গোলে জিতেছে উনাই এমেরির দল।
এমিরেটস স্টেডিয়ামে মঙ্গলবার রাতে ২-১ গোলে জেতে আর্সেনাল। লিগে এই নিয়ে টানা দ্বিতীয় ও শেষ ছয় ম্যাচে তৃতীয় জয় পেল দলটি। বাকি তিন ম্যাচের দুটিতে হেরেছে তারা।
ঘরের মাঠে ম্যাচের প্রথমার্ধে আর্সেনালের পারফরম্যান্স ছিল ভীষণ হতাশাজনক। অধিকাংশ সময় বল দখলে রেখেও গোলের কোনো সুযোগ তৈরি করতে পারেনি তারা। তুলনামূলকভাবে আক্রমণে আধিপত্য করে অবনমন অঞ্চলের দলটি। তারাও অবশ্য বিরতির আগে স্বাগতিক গোলরক্ষক বার্নড লেনোর কোনো পরীক্ষা নিতে পারেনি।
দ্বিতীয়ার্ধের শুরুতেও ম্যাচের চিত্র ছিল একই। কিন্তু ৬৬তম মিনিটে স্পট কিকে আর্সেনালকে এগিয়ে দেন আউবামেয়াং। চলতি মৌসুমে লিগে গ্যাবনের এই স্ট্রাকারের গোল হলো দ্বিতীয় সর্বোচ্চ ১৫টি। বসনিয়ার ডিফেন্ডার সেয়াদ কোলাশিনাচ ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টিটি পায় স্বাগতিকরা।

যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ব্যবধান কমিয়ে নাটকীয়তার আভাস দিয়েছিলেন ইংলিশ ফরোয়ার্ড ন্যাথানিয়েল-মেন্ডেজ। শেষ পর্যন্ত অবশ্য আর্সেনালের জয়ের পথে বাধা হতে পারেনি দলটি।
২৪ ম্যাচে ১৪ জয় ও পাঁচ ড্রয়ে ৪৭ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে আর্সেনাল। এক ম্যাচ কম খেলা চেলসি সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে চতুর্থ স্থানে আছে।
২৩ ম্যাচে ১৯ জয় ও তিন ড্রয়ে শীর্ষে থাকা লিভারপুলের পয়েন্ট ৬০। নিউক্যাসল ইউনাইটেডের মাঠে ২-১ গোলে হারা ম্যানচেস্টার সিটি ২৪ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে।
২৩ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে টটেনহ্যাম হটস্পার।
দিনের আরেক ম্যাচে বার্নলির সঙ্গে ঘরের মাঠে ২-২ গোলে ড্র করা ম্যানচেস্টার ইউনাইটেড ২৪ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে আছে ষষ্ঠ স্থানে।
-
ফাইনালের আগে আবারও রিয়ালের হোঁচট
-
চ্যাম্পিয়ন্স লিগের চেয়েও তৃপ্তিদায়ক ইপিএলের শিরোপা!
-
কাবরেরার ধাঁচে অভ্যস্ত হচ্ছেন সাদ-হেমন্তরা
-
এমবাপের সিদ্ধান্ত জানেন না পিএসজি কোচ
-
বরুশিয়া ডর্টমুন্ডের কোচ বরখাস্ত
-
‘কঁতে আমাদের নেইমার-এমবাপে’
-
ব্রাজিলিয়ান ক্লাব মিনেইরোর অজেয় রেকর্ড
-
‘গ্যারেথ বেল সবসময় রিয়ালের সমর্থকদের হৃদয়ে থাকবে’
সর্বাধিক পঠিত
- ‘পোশাকে আপত্তি তুলে’ তরুণী লাঞ্ছিত নরসিংদী স্টেশনে
- শিক্ষক হতে এসে ফিরলেন তারা লাশ হয়ে
- নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন
- ফাইনালের একাদশ ঠিক করে ফেলেছেন আনচেলত্তি
- অবশেষে নায়ক কোহলি, টিকে রইল বেঙ্গালোর
- ‘গণকমিশনের' নামে বিশৃঙ্খলা করলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
- টিভি সূচি (শুক্রবার, ২০ মে ২০২২)
- মাঙ্কিপক্স নিয়ে জরুরি বৈঠকে বসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পাওয়ার পর করণীয়
- ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের