রিয়ালে নিজের ভূমিকায় খুশি ব্রাজিলের ভিনিসিউস

রিয়াল মাদ্রিদে নিজের অবস্থান নিয়ে খুশি ব্রাজিলের তরুণ ফরোয়ার্ড ভিনিসিউস জুনিয়র।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Jan 2019, 12:18 PM
Updated : 28 Jan 2019, 12:18 PM

সান্তিয়াগো বের্নাবেউয়ে নিজের প্রথম মৌসুমেই দারুণ পারফরম্যান্সে প্রশংসা কুড়াচ্ছেন ১৮ বছর বয়সী ভিনিসিউস। গত বছরের জুলাইয়ে সাড়ে চার কোটি ইউরো ট্রান্সফার ফিতে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লামেঙ্গো থেকে রিয়ালে যোগ দেওয়া এই ফুটবলার এখন পর্যন্ত লা লিগায় ১০টি ম্যাচে মাঠে নেমেছেন। অবশ্য এর মধ্যে মাত্র চারটিতেই শুরুর একাদশে জায়গা মিলেছে তার।

রোববার এস্পানিওলের বিপক্ষে ৪-২ গোলে জেতা ম্যাচে রিয়ালের শুরুর একাদশে ছিলেন ভিনিসিউস। যথেষ্ট খেলার সুযোগ পাচ্ছেন কিনা ম্যাচের পর সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নিজের সন্তুষ্টির কথা জানান তিনি।

“মাত্র কিছু দিন হলো আমি এসেছি। আমি আগের চেয়ে বেশি সময় খেলছি। আর তাতে আমি খুশি।”

“আমি রিয়াল মাদ্রিদকে জেতাতে চাই। আর সেরা খেলোয়াড়রাই দলে খেলবে।”

“কোচ আমাকে চারিত্রিক দৃঢ়তা দেখাতে এবং ভালো খেলতে বলেছেন।”

লিগে ২১ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে রিয়াল। ৪৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বার্সেলোনা।