উইলিয়ানের নৈপুণ্যে শেষ ষোলোয় চেলসি
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Jan 2019 02:31 AM BdST Updated: 28 Jan 2019 02:31 AM BdST
সহজ জয়ে এফএ কাপের শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে চেলসি। উইলিয়ানের নৈপুণ্যে ঘরের মাঠে শেফিল্ড ওয়েন্সডেকে হারিয়েছে মাউরিসিও সাররির দল।
স্ট্যামফোর্ড ব্রিজে রোববার রাতে ৩-০ ব্যবধানের জয়ে জোড়া গোল করেন ব্রাজিলিয়ান তারকা উইলিয়ান। অন্য গোলটি করেন তরুণ ইংলিশ ফরোয়ার্ড ক্যালাম হাডসন-ওডোই। একই দিন টটেনহ্যাম হটস্পারকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলোতে উঠেছে ক্রিস্টাল প্যালেস।
ম্যাচের ২৬তম মিনিটে সফল স্পট কিকে চেলসিকে এগিয়ে নেন উইলিয়ান। ডি-বক্সের মধ্যে সেসার আসপিলিকুয়েতাকে স্যাম হাচিনসন ফাউল করলে পেনাল্টির সিদ্ধান্ত দিয়েছিলেন রেফারি। শেফিল্ডের রিভিউয়ের আবেদনে রেফারি সাড়া দিলেও ভিএআরে সিদ্ধান্ত বদলায়নি।

হাডসন-ওডোইয়ের গোলে ৬৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে চেলসি। ডেনমার্কের আন্ড্রেয়াস ক্রিস্টেনসেনের লম্বা করে বাড়ানো বল ডান পায়ে নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ের দারুণ শটে গোলরক্ষককে পরাস্ত করেন ইংল্যান্ডের এই ১৮ বছর বয়সী ফরোয়ার্ড।
ইংলিশ ক্লাবটির হয়ে অভিষেকে গোলের দেখা পাননি আর্জেন্টাইন ফরোয়ার্ড গানসালো হিগুয়াইন। ৮২তম মিনিটে তার বদলি নেমে পরের মিনিটে দলের তৃতীয় গোলে অবদান রাখেন অলিভিয়ে জিরুদ। ফরাসি এই ফরোয়ার্ডের সঙ্গে বল দেওয়া-নেওয়া করে ৩০ বছর এই ব্রাজিলিয়ান মিডফিল্ডারের শট দূরের পোস্টের ভেতরের কানায় লেগে জাল খুঁজে নেয়।
-
উইম্বলডনে ফেদেরারের অভাব অনুভব করছেন নাদাল
-
পগবার ভাইকে দলে টানল মোহনবাগান
-
রেকর্ড ফিতে নাইজেরিয়ান ফরোয়ার্ডকে নিল ফরেস্ট
-
মেজর লিগ সকারের দলে ‘যোগ দিচ্ছেন’ বেল
-
'গোল যদি ১০টা দেওয়া যায়, দশটাই দিতে চাইব'
-
সাবিনাদের সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়তে বললেন কোচ
-
বাফুফেতে কেক কেটে পদ্মা সেতুর উদ্বোধন উদযাপন
-
ডার্বি কাউন্টির কোচের পদ ছাড়লেন রুনি
সর্বাধিক পঠিত
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- প্রাথমিকে ছুটি ২৮ জুন থেকে, মাধ্যমিকে ৩ জুলাই
- ঝড়ো দুই সেঞ্চুরিতে তামিম-ম্যাককালামদের সঙ্গী বেয়ারস্টো
- ‘নিজের গায়ে’ আগুন দিয়ে হাসপাতালে নারী চিকিৎসক
- পদ্মা সেতুর উদ্বোধনে এসে ‘সৌভাগ্যবান’ মনে করছেন জাফরুল্লাহ
- উত্তরপত্রে ‘মন ভালো নেই’ লিখে বিপাকে জগন্নাথ শিক্ষার্থী
- উৎসবের মাহেন্দ্রক্ষণে মেয়ের সঙ্গে ফ্রেমবন্দি প্রধানমন্ত্রী
- যুক্তরাষ্ট্রের জন্য আজ দুঃখের দিন: বাইডেন
- যুক্তরাষ্ট্রে গর্ভপাতের অধিকার কেড়ে নিল সুপ্রিম কোর্ট