নেইমারের বার্সায় ফেরার গুঞ্জনে কান দিতে নারাজ আলবা

ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমার বার্সেলোনাতে ফিরতে পারেন এমন গুঞ্জনে কান দিতে রাজি নন কাতালান দলটির স্প্যানিশ ডিফেন্ডার জর্দি আলবা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Jan 2019, 09:39 AM
Updated : 27 Jan 2019, 09:39 AM

২০১৭ সালের অগাস্টে রেকর্ড ২২ কোটি ২০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেন নেইমার। স্পেনের বেশ কিছু সংবাদ মাধ্যমের সাম্প্রতিক খবর অনুযায়ী, তাকে নাকি ফেরাতে চায় লা লিগা চ্যাম্পিয়নরা। ২৬ বছর বয়সী এই খেলোয়াড়ও ফিরে আসতে আগ্রহী বলে দাবি করে তারা।

প্যারিসে যাওয়ার আগে বার্সেলোনার হয়ে ১৮৬ ম্যাচে ১০৫টি গোল করেন নেইমার। কিন্তু আবারও ব্রাজিল অধিনায়ককে সতীর্থ হিসেবে পাওয়ার সম্ভাবনা দেখেন না আলবা।

“আমরা এগুলো নিয়ে আলোচনা করি না। ক্লাবের বাইরের মানুষ এসব কথা বলছে। কিন্তু আমি এটাকে সত্য মনে করি না।”

“নেইমার অসাধারণ একজন খেলোয়াড়, বিশ্বের অন্যতম সেরা। কিন্তু সেই চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। আর আমি তার ফিরতে চাওয়ার খুব বেশি যুক্তি দেখি না। আমি এটা বিশ্বাস করি না।”

“শেষ পর্যন্ত সবাই নিজ নিজ সিদ্ধান্ত নেয়। আর আপনাকে তাদের সিদ্ধান্তকে শ্রদ্ধা করতে হবে। কিন্তু সত্যি বলতে, আমি বাস্তবিকই এটা বিশ্বাস করি না।”