জেসুস-আগুয়েরোদের গোল উৎসবে শেষ ষোলোয় সিটি

বার্নলিকে উড়িয়ে এফএ কাপের পঞ্চম রাউন্ডে উঠেছে ম্যানচেস্টার সিটি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Jan 2019, 05:03 PM
Updated : 26 Jan 2019, 05:28 PM

ইতিহাদ স্টেডিয়ামে শনিবার স্থানীয় সময় দুপুরে চতুর্থ রাউন্ডে ৫-০ গোলে জেতে সিটি।

গোলের দেখা পান গাব্রিয়েল জেসুস, সের্হিও আগুয়েরো, বের্নাদো সিলভা ও কেভিন ডি ব্রুইনে। অন্য গোলটি আত্মঘাতী। গত অক্টোবরে প্রিমিয়ার লিগেও বার্নলিকে একই ব্যবধানে হারিয়েছিল তারা।

জেসুসের নৈপুণ্যে ম্যাচের ২৩তম মিনিটে এগিয়ে যায় সিটি। স্বদেশি ডিফেন্ডার দানিলোর পাস পেয়ে ডি-বক্সে ঢুকে প্রতিপক্ষের ডিফেন্ডারদের কাটিয়ে জোরালো নিচু শটে গোলটি করেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। বল গোলরক্ষকের পায়ে লেগে জালে জড়ায়।

দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটে কেভিন ডি ব্রুইনের বাড়ানো বল ডি-বক্সে প্রথম ছোঁয়ায় নিয়ন্ত্রণে নিয়ে জোরালো শট নেন পর্তুগিজ মিডফিল্ডার বের্নার্দো সিলভা। বল এক জনের পায়ে লেগে কিছুটা দিক পাল্টে ভিতরে ঢোকে। এবারও বলে হাত লাগিয়েছিলেন গোলরক্ষক নিক পোপ, কিন্তু রুখতে পারেননি।

আট মিনিট পর রিয়াদ মাহরেজের পাস ডি-বক্সে পেয়ে কোনাকুনি শটে ব্যবধান আরও বাড়ান ডি ব্রুইনে। আর ৭৩তম মিনিটে বেলজিয়ামের এই মিডফিল্ডারের ক্রস ঠেকাতে গিয়ে নিজেদের জালেই জড়ান বার্নলি ডিফেন্ডার কেভিন লং।

৮৫তম মিনিটে স্পট কিকে অতিথিদের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন জেসুসের বদলি নামা আগুয়েরো। দাভিদ সিলভা ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টিটি পায় তারা।

এই নিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ ছয় ম্যাচে ২৮ গোল করল ম্যানচেস্টার সিটি। বিপরীতে একটি গোলও হজম করেনি দলটি।