আর্সেনালকে উড়িয়ে এফএ কাপের পঞ্চম রাউন্ডে ম্যানইউ
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Jan 2019 04:47 AM BdST Updated: 08 Feb 2019 05:16 PM BdST
উলে গুনার সুলশারের অধীনে দারুণ ছন্দে ছুটে চলা ম্যানচেস্টার ইউনাইটেড আরেকটি জয় পেয়েছে। আর্সেনালকে হারিয়ে এফএ কাপের পঞ্চম রাউন্ডে উঠেছে প্রতিযোগিতাটির দ্বিতীয় সর্বোচ্চ ১২ বারের চ্যাম্পিয়নরা।
এমিরেটস স্টেডিয়ামে শুক্রবার রাতে চতুর্থ রাউন্ডের ম্যাচটি ৩-১ গোলে জেতে ইউনাইটেড।
বল দখলে অনেকটা পিছিয়ে থাকলেও প্রথমার্ধে দুই মিনিটের ব্যবধানে দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় অতিথিরা।
৩১তম মিনিটে রোমেলু লুকাকুর পাস ধরে গোলরক্ষক পেতর চেককে কাটিয়ে দুরূহ কোণ থেকে উঁচু শটে দলকে এগিয়ে দেন গত বছর আর্সেনাল থেকে ওল্ড ট্র্যাফোর্ডে আসা চিলির ফরোয়ার্ড সানচেস। দলের দ্বিতীয় গোলেও অবদান ছিল বেলজিয়ামের ফরোয়ার্ড লুকাকুর। তার পাস ডি-বক্সে পেয়ে ঠান্ডা মাথায় লক্ষ্যভেদ করেন জেসে লিনগার্ড।

৮২তম মিনিটে পল পগবার শট গোলরক্ষক চেক ঝাঁপিয়ে ঠেকালেও দলকে বিপদমুক্ত করতে পারেননি, বল চলে যায় অরক্ষিত অঁতনি মার্সিয়ালের পায়ে। অনায়াসে বল ঠিকানায় পাঠান ফরাসি ফরোয়ার্ড।
নরওয়ের কোচ সুলশার দায়িত্ব নেওয়ার পর সব প্রতিযোগিতা মিলিয়ে এই নিয়ে আট ম্যাচ খেলে সবকটিতেই জিতলো ম্যানচেস্টার ইউনাইটেড।
-
মারিয়া-কৃষ্ণাদের তৃপ্তি-অতৃপ্তি
-
১৭টি কর্নার পেয়েও কাজে লাগাতে না পারার আক্ষেপ ছোটনের
-
‘সুযোগ কাজে লাগিয়ে’ দিবালাকে ইন্টারে চান মিলিতো
-
দ্বিতীয় ম্যাচে ড্র করে সিরিজ জিতল বাংলাদেশ
-
দুই ব্রাজিলিয়ানের নৈপুণ্যে কিংসের জয়
-
বিশ্বকাপে খেলা নিয়ে নিশ্চিত নন দি মারিয়া
-
উইম্বলডনে ফেদেরারের অভাব অনুভব করছেন নাদাল
-
টিভিতে আজ
সর্বাধিক পঠিত
- প্রথম টোল দিয়ে বাইক নিয়ে পদ্মা সেতু পার হলেন যিনি
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- পদ্মা সেতু দিয়ে গাবতলীর বাস কবে চলবে?
- পদ্মা সেতুর নাটবল্টু খুলে ‘টিকটক’: সেই যুবক গ্রেপ্তার
- ‘প্রধানমন্ত্রীর পর আমিই প্রথম, অনুভূতিটা অন্যরকম’
- পদ্মা সেতুতে মোটর বাইক ওঠা নিষিদ্ধ হল
- পদ্মা সেতু খুলেছে, ‘হাত নেড়ে কুল পাচ্ছে না’ ঢাকার ট্রাফিক পুলিশ
- ‘মাদারীপুর এত কাছে!’
- পদ্মা সেতুতে বাইক দুর্ঘটনায় ঝরল দুই প্রাণ