আর্সেনালকে উড়িয়ে এফএ কাপের পঞ্চম রাউন্ডে ম্যানইউ

উলে গুনার সুলশারের অধীনে দারুণ ছন্দে ছুটে চলা ম্যানচেস্টার ইউনাইটেড আরেকটি জয় পেয়েছে। আর্সেনালকে হারিয়ে এফএ কাপের পঞ্চম রাউন্ডে উঠেছে প্রতিযোগিতাটির দ্বিতীয় সর্বোচ্চ ১২ বারের চ্যাম্পিয়নরা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Jan 2019, 10:47 PM
Updated : 8 Feb 2019, 11:16 AM

এমিরেটস স্টেডিয়ামে শুক্রবার রাতে চতুর্থ রাউন্ডের ম্যাচটি ৩-১ গোলে জেতে ইউনাইটেড।

বল দখলে অনেকটা পিছিয়ে থাকলেও প্রথমার্ধে দুই মিনিটের ব্যবধানে দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় অতিথিরা।

৩১তম মিনিটে রোমেলু লুকাকুর পাস ধরে গোলরক্ষক পেতর চেককে কাটিয়ে দুরূহ কোণ থেকে উঁচু শটে দলকে এগিয়ে দেন গত বছর আর্সেনাল থেকে ওল্ড ট্র্যাফোর্ডে আসা চিলির ফরোয়ার্ড সানচেস। দলের দ্বিতীয় গোলেও অবদান ছিল বেলজিয়ামের ফরোয়ার্ড লুকাকুর। তার পাস ডি-বক্সে পেয়ে ঠান্ডা মাথায় লক্ষ্যভেদ করেন জেসে লিনগার্ড।

বিরতির কিছুক্ষণ আগে গ্যাবনের ফরোয়ার্ড পিয়েরে-এমেরিক আউবামেয়াং ব্যবধান কমিয়ে লড়াইয়ের আভাস দিয়েছিলেন। তবে নতুন কোচের অধীনে আমূল বদলে যাওয়া প্রতিপক্ষকে আটকাতে পারেনি প্রতিযোগিতাটির সর্বোচ্চ ১৩ বারের চ্যাম্পিয়নরা।

৮২তম মিনিটে পল পগবার শট গোলরক্ষক চেক ঝাঁপিয়ে ঠেকালেও দলকে বিপদমুক্ত করতে পারেননি, বল চলে যায় অরক্ষিত অঁতনি মার্সিয়ালের পায়ে। অনায়াসে বল ঠিকানায় পাঠান ফরাসি ফরোয়ার্ড।

নরওয়ের কোচ সুলশার দায়িত্ব নেওয়ার পর সব প্রতিযোগিতা মিলিয়ে এই নিয়ে আট ম্যাচ খেলে সবকটিতেই জিতলো ম্যানচেস্টার ইউনাইটেড।