শেখ রাসেলের টানা দ্বিতীয় জয়
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Jan 2019 10:07 PM BdST Updated: 25 Jan 2019 10:07 PM BdST
শুরুতে পিছিয়ে পড়ার পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে এগিয়ে যায় শেখ রাসেল ক্রীড়া চক্র। পরে আবার সমতা ফিরিয়ে ম্যাচ জমিয়ে তুলেছিল ব্রাদার্স ইউনিয়ন। তবে শেষ পর্যন্ত প্রতিপক্ষের আত্মঘাতী গোলে প্রিমিয়ার লিগে টানা দ্বিতীয় জয় নিয়ে মাঠ ছাড়ে শেখ রাসেল।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুক্রবার পাঁচ গোলের রোমাঞ্চ ছড়ানো ম্যাচটি ৩-২ ব্যবধানে জিতে শেখ রাসেল। নিজেদের প্রথম ম্যাচে আরামবাগ ক্রীড়া সংঘকে হারিয়েছিল তারা।
ম্যাচের একাদশ মিনিটে স্পট কিকে ব্রাদার্সকে এগিয়ে নেন লিওনার্দো লিমা। ডি-বক্সের মধ্যে ব্রাজিলের এই ফরোয়ার্ডকে এলিসন উদোকা ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি।
পরের মিনিটেই সমতায় ফেরে লিগের ২০১২-১৩ মৌসুমের চ্যাম্পিয়নরা। বিশ্বনাথ ঘোষের থ্রো ইনে সোহেল রানা হেড করার পর নাইজেরিয়ান ফরোয়ার্ড রাফায়েল ওডোইনও হেডে জাল খুঁজে নেন।
ম্যাচের ২০তম মিনিটে এগিয়ে যায় শেখ রাসেল। মাঝ মাঠের একটু ওপর থেকে আজিজভ আলিশেরের লম্বা করে বাড়ানো বল ধরে ডান পায়ের শটে আগুয়ান গোলরক্ষক বিপ্লব ভট্টাচার্য্যকে পরাস্ত করেন ওডোইন।
৩৭তম মিনিটে মিডফিল্ডার মানাফ রাব্বীর লম্বা করে বাড়ানো বল বুক দিয়ে নামিয়ে দারুণ শটে লিমা স্কোরলাইন ২-২ করলে জমে ওঠে ম্যাচ।
তবে আশরাফুল করিমের ৭৭তম মিনিটের আত্মঘাতী গোলে আবারও এগিয়ে যায় শেখ রাসেল। আলেক্স রাফায়েল দি সিলভার ফ্রি কিক হেডে বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালেই জড়িয়ে দেন এই ডিফেন্ডার।
শুক্রবার অন্য ম্যাচে ময়মনসিংহের রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে জাহিদ হাসানের হ্যাটট্রিকে মোহামেডান স্পোর্টিংকে ৪-১ গোলে হারায় আরামবাগ।
-
উইম্বলডনে ফেদেরারের অভাব অনুভব করছেন নাদাল
-
টিভিতে আজ
-
পগবার ভাইকে দলে টানল মোহনবাগান
-
রেকর্ড ফিতে নাইজেরিয়ান ফরোয়ার্ডকে নিল ফরেস্ট
-
মেজর লিগ সকারের দলে ‘যোগ দিচ্ছেন’ বেল
-
'গোল যদি ১০টা দেওয়া যায়, দশটাই দিতে চাইব'
-
সাবিনাদের সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়তে বললেন কোচ
-
বাফুফেতে কেক কেটে পদ্মা সেতুর উদ্বোধন উদযাপন
সর্বাধিক পঠিত
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- প্রথম টোল দিয়ে বাইক নিয়ে পদ্মা সেতু পার হলেন যিনি
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- পদ্মা সেতু দিয়ে গাবতলীর বাস কবে চলবে?
- প্রাথমিকে ছুটি ২৮ জুন থেকে, মাধ্যমিকে ৩ জুলাই
- উৎসবের মাহেন্দ্রক্ষণে মেয়ের সঙ্গে ফ্রেমবন্দি প্রধানমন্ত্রী
- দৌড়েই পদ্মা সেতুতে উঠে পড়লেন তারা
- পাকিস্তানের শেহজাদের অদ্ভুত দাবি
- টোল দিয়ে পদ্মা সেতুর প্রথম যাত্রী শেখ হাসিনা
- রোববার থেকে পদ্মা সেতুতে যানবাহন চলাচল