বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুক্রবার পাঁচ গোলের রোমাঞ্চ ছড়ানো ম্যাচটি ৩-২ ব্যবধানে জিতে শেখ রাসেল। নিজেদের প্রথম ম্যাচে আরামবাগ ক্রীড়া সংঘকে হারিয়েছিল তারা।
ম্যাচের একাদশ মিনিটে স্পট কিকে ব্রাদার্সকে এগিয়ে নেন লিওনার্দো লিমা। ডি-বক্সের মধ্যে ব্রাজিলের এই ফরোয়ার্ডকে এলিসন উদোকা ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি।
পরের মিনিটেই সমতায় ফেরে লিগের ২০১২-১৩ মৌসুমের চ্যাম্পিয়নরা। বিশ্বনাথ ঘোষের থ্রো ইনে সোহেল রানা হেড করার পর নাইজেরিয়ান ফরোয়ার্ড রাফায়েল ওডোইনও হেডে জাল খুঁজে নেন।
ম্যাচের ২০তম মিনিটে এগিয়ে যায় শেখ রাসেল। মাঝ মাঠের একটু ওপর থেকে আজিজভ আলিশেরের লম্বা করে বাড়ানো বল ধরে ডান পায়ের শটে আগুয়ান গোলরক্ষক বিপ্লব ভট্টাচার্য্যকে পরাস্ত করেন ওডোইন।
৩৭তম মিনিটে মিডফিল্ডার মানাফ রাব্বীর লম্বা করে বাড়ানো বল বুক দিয়ে নামিয়ে দারুণ শটে লিমা স্কোরলাইন ২-২ করলে জমে ওঠে ম্যাচ।
তবে আশরাফুল করিমের ৭৭তম মিনিটের আত্মঘাতী গোলে আবারও এগিয়ে যায় শেখ রাসেল। আলেক্স রাফায়েল দি সিলভার ফ্রি কিক হেডে বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালেই জড়িয়ে দেন এই ডিফেন্ডার।
শুক্রবার অন্য ম্যাচে ময়মনসিংহের রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে জাহিদ হাসানের হ্যাটট্রিকে মোহামেডান স্পোর্টিংকে ৪-১ গোলে হারায় আরামবাগ।