প্রয়োজনে রামোসকে আক্রমণে খেলাবেন রিয়াল কোচ

কোপা দেল রেতে জিরোনার বিপক্ষে জোড়া গোল করা ডিফেন্ডার সের্হিও রামোসকে দলের প্রয়োজনে আক্রমণভাগে খেলাতে পারেন বলে জানিয়েছেন রিয়াল মাদ্রিদের কোচ সান্তিয়াগো সোলারি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Jan 2019, 01:45 PM
Updated : 25 Jan 2019, 01:45 PM

বৃহস্পতিবার সান্তিয়াগো বের্নাবেউয়ে স্পেনের দ্বিতীয় সেরা প্রতিযোগিতায় শেষ আটের প্রথম লেগে ৪-২ গোলে জেতে রিয়াল।

ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়া স্বাগতিকদের সমতায় ফেরান লুকাস ভাসকেস। বিরতির আগে পানেনকা স্পট কিকে দলকে এগিয়ে নেন রামোস। দ্বিতীয়ার্ধে অতিথিরা সমতায় ফিরলেও হেডে আবারও দলকে এগিয়ে দেন স্প্যানিশ ডিফেন্ডার রামোস। আর শেষ দিকে ব্যবধান বাড়ান ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা।

চলতি মৌসুমে সাতটি পেনাল্টি কিক নিয়ে সব কটিতেই গোল করেছেন রামোস। জিরোনার বিপক্ষে ম্যাচের পর বিশ্বকাপ জয়ী এই খেলোয়াড় আক্রমণে খেলতে পারেন কি-না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সোলারি বলেন, “আমি তা উড়িয়ে দিচ্ছি না।”

“সের্হিও একজন যোদ্ধা, একজন নেতা। রক্ষণে সে তা দেখিয়েছে, আর প্রতিপক্ষের সীমানায় হেডে করা তার দ্বিতীয় গোলটা ঠিক একজন সেন্টার-ফরোয়ার্ডের মতোই ছিল।”

আগামী বৃহস্পতিবার জিরোনার মাঠে কোয়ার্টার-ফাইনালের ফিরতি পর্ব খেলতে যাবে সোলারির দল। এর আগে আগামী রোববার লা লিগায় এস্পানিওলের মাঠে খেলবে রিয়াল মাদ্রিদ।