কোপা আমেরিকায় বর্তমান চ্যাম্পিয়নদের গ্রুপে নেই ব্রাজিল-আর্জেন্টিনা

২০১৯ সালের কোপা আমেরিকার গ্রুপ পর্বে আর্জেন্টিনা ও স্বাগতিক ব্রাজিলের সঙ্গে দেখা হচ্ছে না বর্তমান চ্যাম্পিয়ন চিলির।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Jan 2019, 08:59 AM
Updated : 25 Jan 2019, 09:26 AM

ব্রাজিলের সঙ্গে ‘এ’ গ্রুপে আছে ভেনেজুয়েলা, বলিভিয়া ও পেরু। আট বারের চ্যাম্পিয়ন ব্রাজিল শেষ বার ট্রফিটি জিতেছিল ২০০৭ সালে। ‘বি’ গ্রুপে আর্জেন্টিনার সঙ্গী কলম্বিয়া, প্যারাগুয়ে ও কাতার।

বর্তমান চ্যাম্পিয়ন চিলি আছে ‘সি’ গ্রুপে। গ্রুপ পর্বে শিরোপা ধরে রাখার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ উরুগুয়ে, জাপান ও একুয়েডর।

২০১৯ সালের কোপা আমেরিকা চলবে ১৪ জুন থেকে ৭ জুলাই পর্যন্ত। ১৯৯৩ সালের পর প্রথমবার এই আয়োজনে থাকছে না উত্তর আমেরিকার কোনো দল।

প্রতিযোগিতার শেষ দুই আসরে চ্যাম্পিয়ন চিলি। ২০১৫ ও ২০১৬ সালের দুটি ফাইনালেই আর্জেন্টিনাকে পেনাল্টি শুট আউটে হারায় তারা।

২০২২ বিশ্বকাপের আয়োজক কাতার প্রথমবারের মতো অংশ নেবে দক্ষিণ আমেরিকার ফুটবল শ্রেষ্ঠত্বের এই লড়াইয়ে। জাপান এর আগে এই টুর্নামেন্টে খেলেছিল ১৯৯৯ সালে।

বিশ্বের সবচেয়ে প্রাচীন আন্তর্জাতিক ফুটবল চ্যাম্পিয়নশিপ কোপা আমেরিকার প্রথম আসর বসেছিল ১৯১৬ সালে আর্জেন্টিনায়।

গ্রুপ এ: ব্রাজিল, ভেনেজুয়েলা, বলিভিয়া, পেরু

গ্রুপ বি: আর্জেন্টিনা, কলম্বিয়া, প্যারাগুয়ে, কাতার

গ্রুপ সি: চিলি, উরুগুয়ে, জাপান, একুয়েডর