চট্টগ্রাম আবাহনীকে রুখে দিল রহমতগঞ্জ

হার দিয়ে প্রিমিয়ার লিগ শুরু করা রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি নিজেদের দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম আবাহনীকে রুখে দিয়েছে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Jan 2019, 03:46 PM
Updated : 24 Jan 2019, 03:46 PM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার দুই দলের ম্যাচটি শেষ হয়েছে ১-১ সমতায়।

গোলশূন্য প্রথমার্ধে প্রতিপক্ষ গোলরক্ষককে তেমন কোনো পরীক্ষা নিতে পারেনি মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে ১-০ গোলে হারিয়ে লিগ শুরু করা চট্টগ্রাম আবাহনী।

৫৫তম মিনিটে আওয়ালা মাগালানের শট ফিস্ট করে কর্নারের বিনিময়ে ফেরান রহমতগঞ্জের গোলরক্ষক। কিন্তু শেষ রক্ষা হয়নি। কর্নার থেকে হেডে চট্টগ্রাম আবাহনীকে এগিয়ে নেন গাম্বিয়ার মিডফিল্ডার মোমোদু বাহ।

৮০তম মিনিটে সতীর্থের ব্যাক পাস থেকে পাওয়া বল প্লেসিং শটে জালে জড়িয়ে রহমতগঞ্জকে সমতায় ফেরান কঙ্গোর ফরোয়ার্ড সিও জুনাপিও।

শেষ দিকে কর্নারে কেষ্ট কুমার বোসের হেড দূরের পোস্টে লেগে ফিরলে এগিয়ে ফের এগিয়ে যাওয়া হয়নি চট্টগ্রাম আবাহনীর।

নিজেদের প্রথম ম্যাচে সাইফ স্পোর্টিংয়ের কাছে হেরেছিল রহমতগঞ্জ।

বৃহস্পতিবার অন্য ম্যাচে নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে রাশিয়ান ফরোয়ার্ড দেনিস বলশেকভের গোলে ১-০ ব্যবধানে টিম বিজেএমসিকে হারায় সাইফ স্পোর্টিং।