হারের জন্য মেসির অনুপস্থিতিকে দায় দিতে নারাজ সুয়ারেস

কোপা দেল রেতে সেভিয়ার কাছে হারের জন্য নিয়মিত অধিনায়ক লিওনেল মেসির অনুপস্থিতিকে অজুহাত দেখাতে চান না বার্সেলোনার ফরোয়ার্ড লুইস সুয়ারেস।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Jan 2019, 12:27 PM
Updated : 24 Jan 2019, 12:27 PM

স্পেনের দ্বিতীয় সেরা প্রতিযোগিতায় বুধবার কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে ২-০ গোলে হারে বার্সেলোনা। এ ম্যাচের স্কোয়াডে মেসিকে রাখেননি কোচ এরনেস্তো ভালভেরদে। এর আগে রোববার লা লিগায় লেগানেসের বিপক্ষে শুরুর একাদশে ছিলেন না তারকা এই ফরোয়ার্ড। পরে বদলি নেমে গোল করে ও লুইস সুয়ারেসকে দিয়ে গোল করিয়ে দলের জয়ে রেখেছিলেন দারুণ অবদান।

সব প্রতিযোগিতা মিলে চলতি মৌসুমে মেসিকে ছাড়া আটটি ম্যাচ খেলে দুটিতে হেরেছে বার্সেলোনা। তবে পাঁচবারের বর্ষসেরা ফুটবলারের না থাকাকে হারের কারণ মনে করেন না সুয়ারেস।

“আজ (বুধবার) লিওর অনুপস্থিতি কোনো অজুহাত ছিল না। আমি আশা করি, দ্বিতীয় লেগে সে থাকবে কারণ তার থাকাটাই পার্থক্য গড়ে দেয়।”

“জানুয়ারি মাসটা সবচেয়ে কঠিন, কোপা দেল রে গুরুত্বপূর্ণ কিন্তু লিগে পয়েন্ট পাওয়াটাও দরকার। আর চ্যাম্পিয়ন্স লিগ নিয়েও আমাদের ভাবতে হবে।”

আগামী বুধবার কাম্প নউয়ে কোয়ার্টার-ফাইনালের ফিরতি পর্বে মাঠে নামবে কোপা দেল রের টানা চারবারের চ্যাম্পিয়নরা।